UPI পেমেন্টের ক্ষেত্রে নয়া নিয়ম
নিউজ ডেস্ক, ৮ ডিসেম্বর : UPI পেমেন্টের ক্ষেত্রে নয়া নিয়ম আনা হল। এবার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে ইউপিআই (Unified Payments Interface)-এর মাধ্যমে। তবে শুধুমাত্র দুটি ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। হাসপাতাল-নার্সিং হোম ও শিক্ষা প্রতিষ্ঠানে এবার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত টাকা UPI-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অর্থপ্রদানের জন্য এতদিন পর্যন্ত ইউপিআই লেনদেনের সীমা ছিল ১ লক্ষ টাকা। শুক্রবার এই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল বলে জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। শুক্রবার তিনি বলেছেন, “এর ফলে উপভোক্তারা শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে উচ্চ পরিমাণের ইউপিআই পেমেন্টগুলি করতে পারবেন।”
আর্থিক নীতি কমিটির বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব পেশ করা হয়েছিল। এবং কমিটির বৈঠকে তা গৃহীত হয়েছে।