নিউজ ডেস্ক, ১২ ডিসেম্বর : আমচকাই ত্রিপুরা সফরে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ত্রিপুরার পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে মুখ হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর ২ দিনের সফরে সোমবার আগরতলায় যান সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় আগরতলায় পৌঁছতেই হোটেলে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানান খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী।আগতরতলা পুরসভার তরফে সম্বর্ধনা দেওয়া হয় প্রাক্তন ভারত অধিনায়ককে। মঙ্গলবার গোমতী জেলার ছবিমুড়া ও আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে ট্যুরিজমের উপর সৌরভ গঙ্গোপাধ্যায় প্রোমোশনাল শ্যুট করবেন। এদিন তিনি আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ত্রিপুরার পর্যটন দফতরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।
পর্যটন শিল্পের নতুন একটি ভিডিও শুট করার জন্য ২ দিনের ত্রিপুরা সফরে গিয়েছেন সৌরভ। সেখানে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করার পাশাপাশি সেখানে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির করারও আবদার জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেও সৌরভ গঙ্গোপাধ্যায় পাশাপাশি তিনি একজন ক্রিকেটার। তাই সোমবার আগরতলা পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার ক্রিকেটের উন্নয়নের ব্যাপারে জোর দেন। ত্রিপুরায় ক্রিকেটের অগ্রগতির জন্য মানিক সরকারের কাছেও আবেদন জানান প্রাক্তন বিসিসিআই সভাপতি। রাজ্যে স্টেডিয়াম করার আবেদন জানিয়ে তিনি বলেন, “ক্রিকেট কেবল একটা খেলা নয়, এটা আবেগ। যদি এখানে স্টেডিয়াম থাকত তাহলে এখানেও ক্রিকেট টুর্নামেন্ট হত। যদি অসম, কলকাতা, বিহারে খেলা হতে পারে তাহলে ত্রিপুরায় নয় কেন?”