পহেলগাঁওয়ের প্রত্যুত্তর, পাকিস্তানিদের প্রবেশে নিষেধাজ্ঞা, দেশ ছাড়তে দেওয়া হল ৪৮ ঘণ্টা সময়সীমা, বাতিল সিন্ধু জলচুক্তি
ডিজিটাল ডেস্ক, ২৩ এপ্রিল: পাকিস্তানিদের ভারতে প্রবেশে কড়া পদক্ষেপ নিল মোদী সরকার। পাকিস্তানিদের জন্য সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল করা হয়েছে। পূর্বে ইস্যু হওয়া ভিসাগুলিও আর বৈধ থাকবে না। ওই ভিসার মাধ্যমে বর্তমানে যারা ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ওয়াঘা-আট্টারি সীমান্ত বন্ধ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সীমান্তপথে যাঁরা ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ১ মে-র মধ্যে দেশে ফিরে যেতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক শেষ হওয়ার পরপরই গুরুত্বপূর্ণ ঘোষণা করল বিদেশ মন্ত্রক। এক সাংবাদিক বৈঠকে মন্ত্রক জানায়, সিন্ধু জলচুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, যতদিন না পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করছে, ততদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে। একইসঙ্গে ওয়াঘা-আট্টারি সীমান্তও বন্ধ করে দেওয়া হচ্ছে। যারা ইতিমধ্যেই ওই সীমান্ত পথে ভারতে প্রবেশ করেছে, তারা ১ মে-র মধ্যে দেশে ফেরার সুযোগ পাবে।
বুধবার বিদেশ সচিব বিক্রম মিসরি এক ঘোষণায় জানান, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি, আটারি সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানে অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে বর্তমানে যেসমস্ত পাকিস্তানিরা রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে, জানিয়েছেন তিনি।
উল্লেখযোগ্যভাবে, ভারতের গোয়েন্দারা ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৪২টি জঙ্গি ঘাঁটির হদিস পেয়েছেন। সূত্রের খবর, ওই ঘাঁটিগুলিকে লক্ষ্য করে সেনা অভিযানও শুরু হয়েছে। অন্যদিকে, পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গিহানার পর সাড়াশি অভিযানে ১৫০০ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। ধৃতদের মধ্যে অনেকে অতীতে জঙ্গি কার্যকলাপ কিংবা হামলার সঙ্গে জড়িত ছিল বলেই সন্দেহ করা হচ্ছে। আপাতত তাদের জেরা চলছে। তবে মঙ্গলবারের হামলায় সরাসরি অংশ নেওয়া জঙ্গিরা এই তালিকায় রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
Comments are closed.