১১ জন ধর্ষককে জেলে ফেরত যেতে হবে!

0 29

নিউজ ডেস্ক, ৮ জানুয়াারী : সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর। বিলকিস বানো ধর্ষণ মামলায় সুপ্রিম ধাক্কা গুজরাত সরকারের। ১১ জনের মুক্তির সিদ্ধান্ত খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। দোষীদের ফিরতে হবে জেলেই। অপরাধীদের ছাড়ার অধিকার ছিল না সরকারের। রায় শীর্ষ আদালতের। ইচ্ছে হলেই যা খুশি করতে পারে না সরকার। পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভূইয়ানের পর্যবেক্ষণ, জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল। ১১ জনের মুক্তির পরেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশ জুড়ে।

২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তার পরিবারকে হত্যাকারী ১১ জন আসামিকে মুক্তির রায় আটকে দিল শীর্ষ আদালত। আজ বিলকিস বানো গণধর্ষণ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ১১ জন দোষীদের মুক্ত করার গুজরাট সরকারের সিদ্ধান্তকে সর্বসমক্ষে ভুল বলে উল্লেখ করে আসামিদের পুনরায় জেলে ফেরার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং উজ্জল ভূইয়ানের ডিভিশন বেঞ্চ জানায়, গুজরাট সরকারের এই ধরনের সিদ্ধান্ত বেআইনি। অপরাধীকে শুধুমাত্র সেই রাজ্যই মুক্তি দিতে পারে যেখানে তাঁরা বিচারাধীন। উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ের বিশেষ সিবিআই কোর্ট অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। পরে বম্বে হাইকোর্টও সেই রায় বহাল রাখে। ২০২২ সালে বিলকিস বানো গণধর্ষণ মামলায় অভিযুক্ত ১১ জনকে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। আর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিলেন বিলকিস।

উল্লেখ্য, ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময়ে গণধর্ষণের শিকার হন বিলকিস বানো। সেই সময়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। শুধু তাই নয় তাঁর চোখের সামনেই ৩ বছরের কন্যা সহ পরিবারের ৭ সদস্যকে কুপিয়ে খুন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.