আজই সর্বসাধারণের জন্য খোলা হয় মন্দিরের দ্বার। উদ্বোধনের পর থেকে রাম মন্দিরে জনস্রোত বইতে শুরু করেছে।
২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের পর রামলালা দর্শনের জন্য মানুষের ভিড় উপচে পড়তে শুরু করে। মঙ্গলবার ভোর রাত থেকে ভিড়ের দাপটে নাজেহাল নিরাপত্তা কর্মীরা। ভিড়ের চাপে সাময়িক বন্ধ রাখা হল অযোধ্যায় রামলালার দর্শন।
রাম মন্দিরের সামনে নিরাপত্তা বলয় ভেঙে রামলালা দর্শনের জন্য সমাগম হয় শয়ে শয়ে মানুষ। পুলিশের নিরাপত্তা বেষ্ঠনী ভেঙে চুরমার করে মন্দিরের ভিতরে প্রবেশের চেষ্টা করেন কয়েকশ মানুষ। রামলালা দর্শনের জন্য সাধারণ মানুষকে যে কোনওভাবে আটকাতে পারছেন না নিরাপত্তা রক্ষীরা। ভিড়ের চাপে বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিলেন, দু’ভাগে মন্দির দর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থীরা। রামলালার মূর্তি এবং মন্দির দর্শনে প্রথম দফায় সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দরজা খোলা রাখা হবে। দ্বিতীয় দফায় দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।