নতুন বছরেই দেশবাসীকে উপহার প্রধানমন্ত্রী মোদীর

0 22

নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর : অবশেষে অপেক্ষার অন্ত পড়বে আগামী বছরেই উদ্বোধন হচ্ছে রামমন্দির। আগামী ২৬ জানুয়ারির মধ্যে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দিরের দরজা। বুধবার সাংবাদিকের মুখোমুখি হয়ে একথাই জানালেন উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। ডিসেম্বরের মধ্যে বিশালাকার এই মন্দিরের প্রথম দফার কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলেও দাবি করেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান ছিল, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্যেই জোরকদমে কাজ চলছে। আগস্ট মাসে রামমন্দির নির্মাণ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, জানুয়ারিতে রামমন্দিরের উদ্বোধন হবে। ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারির মাধ্যমে কোনও এক দিন এই অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছিল। অবশেষে ট্রাস্টের প্রধান মন্দির উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দিলেন।

২০২০ সালের ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মে মাসে মোদী সরকারের ন’বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে নির্মীয়মাণ রামমন্দিরের ছবি দেখিয়ে জানানো হয়েছিল, আগামী বছরই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। এর পর মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়, উদ্বোধন কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোদীও হাজির থাকবেন।

Leave A Reply

Your email address will not be published.