আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন

0 33

নিউজ ডেস্ক, ২৩ সেপ্টেম্বর : আজ বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বেলা ১টা ৩০ মিনিট নাগাদ বারাণসী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি বারাণসী সহ রাজ্যের ১৬টি অটল আবাসিক স্কুলেরও উদ্বোধন করবেন।

আন্তর্জাতিক স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিখ্যাত ক্রিকেট কিংবদন্তিরা। আসছেন শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, রবি শাস্ত্রী সহ একাধিক ক্রিকেটার।

বারাণসীর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি প্রধানমন্ত্রীর আধুনিক ও বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো তৈরীর স্বপ্ন পূরণ করতে চলেছে। এই আধুনিক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বারাণসীর রাজাতালাও-এর গঞ্জারিতে ৩০ একরেরও বেশি জমির ওপর ৪৫০ কোটি টাকা ব্যয়ে তৈরী করা হবে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এটি সম্পূর্ণ এবং ব্যবহারের জন্য প্রস্তুত বলে অনুমান করা হচ্ছে।

ভগবান শিবের অনুপ্রেরণায় এই স্টেডিয়ামের বিভিন্ন জায়গার নক্সা তৈরী করা হয়েছে। সেখানে ঘাটের মত ধাপে ধাপে থাকবে বসার জায়গা। থাকবে ত্রিশূলের মতো বিশেষ ফ্লাডলাইটের ব্যবস্থা। এই নতুন স্টেডিয়ামটিতে ৩০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য ১২১ কোটি টাকা ব্যয় করেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) স্টেডিয়ামটি নির্মাণের জন্য অতিরিক্ত ৩৩০ কোটি টাকা ব্যয় করতে চলেছে।

Leave A Reply

Your email address will not be published.