নিউজ ডেস্ক, ২৯ অক্টোবর : বিস্ফোরণে কাঁপল কেরলের এর্নাকুলাম এলাকা। রবিবার সকালে কালামাসেরি এলাকায় একটি কনভেনশন সেন্টারে বিস্ফোরণ হয়। ভয়াবহ বিস্ফোরণে মৃত ১, আহত কমপক্ষে ৪০ জন। পরপর তিনবার বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সকাল ৯টা নাগাদ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেইসময় ওই কনভেনশন সেন্টারে প্রায় ২০০০ মানুষ উপস্থিত ছিলেন বলে খবর। কনভেনশন সেন্টারে অনুষ্ঠান চলছিল ঠিক সেই সময়ই বিস্ফোরণটি ঘটে। এখনও অবধি বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এই বিস্ফোরণের পিছনে বড়সড় কোনও নাশকতার ছক থাকতে পারে।
জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বম্ব স্কোয়াড। ঘটনার তদন্ত করছে পুলিশ।
কেরালা পুলিশের তরফ থেকে এই বিস্ফোরণের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে সূত্রের খবর, এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনার দিকে নজর দিয়েছে। এই বিস্ফোরণের তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)।