নিউজ ডেস্ক, ১৪ ডিসেম্বর : বড় ঘোষণা সরকারের। পাতে পড়বে না মাংস। এমনকি পুষ্টির জন্য ডিমও জুটবে না। কারণটা হলো প্রকাশ্যে ডিম, মাছ ও মাংসের ওপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। হঠাৎ অদ্ভুত এ সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার।
নতুন সরকার শপথ নেওয়ার পরই বড় ঘোষণা করলেন মধ্য প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদব। বুধবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই একের পর এক বড় ঘোষণা করেন তিনি। রাজ্যে ধর্মীয় ও পাবলিক স্পেসে মাইক বাজানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।
বুধবারই মধ্য প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মোহন যাদব। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পরই প্রথম ক্যাবিনেট বৈঠকে বসেন মোহন যাদব। আর সেখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। জানান, এবার থেকে মাংস ও ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রকাশ্যে ডিম ও মাংস বিক্রি করা যাবে না। এই নিষেধাজ্ঞার পিছনে যুক্তিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, খাদ্য সুরক্ষার নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, প্রথমে জনগণের মধ্যে সচেতনতার প্রচার চালানো হবে এই পদক্ষেপ নিয়ে। আপাতত পুলিশ ও স্থানীয় প্রশাসন ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবধি প্রকাশ্যে মাছ-মাংস বিক্রির উপরে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকবে।