নিউজ ডেস্ক, ১৩ ডিসেম্বর : সংসদে তোলপাড়। প্রশ্নে সংসদের নিরাপত্তা। সেই ১৩ ডিসেম্বর। ২০০১ সালে এই দিনেই সংসদ ভবনে হয়েছিল সন্ত্রাসবাদী হামলা। হামলার ২২ বছরপূর্তিতেই সংসদে ফিরল আতঙ্ক! ৯৭১ কোটির নয়া সংসদ ভবন। ঝা চকচকে। কিন্তু নিরাপত্তা পাবলিক প্লেসের মত বললে ভুল কি!
ভরা সংসদ, স্পিকার মন দিয়ে শুনছেন খগেন মুর্মুর ভাষণ। ঠিক সেই সময় ওপরে পাবলিক গ্যালারি থেকে লাফিয়ে পড়ল ২ যুবক। জুতো থেকে স্মোক ক্র্যাকার বের করতেই হলুদ রঙে ঢাকল সংসদের একাংশ। সংসদ কক্ষে আতঙ্কে ছুটোছুটি। এরপরই কয়েকজন সাংসদ ২ যুবককে ধরে ফেলে। ঘটনার মুহূর্তে সংসদ মুলতুবি করে দেওয়া হয়। আকস্মিকতায় হতচকিত সাংসদরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
সংসদের মার্শালদের আগেই হাতেনাতে সাগর শর্মা নামে যুবককে পাকড়াও সাংসদদের। ঘটনাস্থলে CRPF ও দিল্লি পুলিশ, সংসদের বাইরেও কড়া নিরাপত্তা বেষ্টনী। সেই সময়েই সংসদের বাইরে ফের স্লোগান, স্মক ক্রেকার ছুড়ে বিক্ষোভ ৪২- বছরের যুবতী নীলম সিংহ ও অমল শিন্ডে নামের এক যুবকের। সংসদের বাইরে মুহূর্তেই তাঁদের গ্রেফতার করা হয়।
কিন্তু প্রশ্ন উঠছে, ২ অভিযুক্ত যুবক জোর করে যদি সংসদে না ঢুকে থাকে। তাহলে কাদের অনুমতিতে সংসদ অবৈধ প্রবেশ করেছে ?