পেরিয়ে গিয়েছে ভোট গণনা শুরুর চার ঘন্টার বেশি সময়ে। বুথ ফেরত সমীক্ষাকে খানিকটা মিথ্যা করেই আশার থেকে অঙ্কে বেশি আসনে এগিয়ে রয়েছে ‘ইন্ডিয়া’ জোট। এগিয়ে ২৩২ আসনে। যদিও এখনও অবধি ভোটের যা ট্রেন্ড তা যদি শেষ ফলাফল হয় তবে সরকার গড়বে সেই NDA জোটই। কারণ এখনও অবধি তারা এগিয়ে রয়েছে ২৯০ আসনে। অনান্য রাজনৈতিক দলগুলি এগিয়ে রয়েছে ২১টি আসনে।
দেশের মতোই যেন রাজ্যেও মিথ্যা হতে চলেছে বুথ ফেরত সমীক্ষা থেকে ভোট কুশলী প্রশান্ত কিশোরের ভবিষৎবাণী। বঙ্গের ৪২ আসনের মধ্যে এই মুহুর্তে ৩২ আসনেই এগিয়ে শাসক দল তৃণমূল। সকালবেলা প্রথম পর্যায়ে বেশিরভাগ আসনে বিজেপি এগিয়ে গেল বেলা বাড়তেই একক সংখ্যায় নেমে এসেছে পদ্ম শিবির। বর্তমানে তারা এগিয়ে রয়েছে ৯ আসনে। এবং বাম-কংগ্রেস এগিয়ে রয়েছে ১ আসনে।
অন্যদিকে উত্তরপ্রদেশে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। বরং সেই জায়গায় ২০১৯ লোকসভা ভোটের তুলনায় ভাল জায়গায় রয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। একক দল হিসাবে যদিও আসন সংখ্যার নিরীখে এগিয়ে রয়েছে বিজেপি। তারা এগিয়ে ৩৭ আসনে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ৩৩ আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৭ আসনে। রাষ্ট্রীয় লোক দল এগিয়ে রয়েছে ২ আসনে এবং এএসপিকেআর এগিয়ে ১ আসনে।
মহারাষ্ট্রে এগিয়ে বিজেপি বিরোধী শক্তি অর্থাৎ এগিয়ে ‘ইন্ডিয়া’ জোট। এই মুহুর্তে তারা এগিয়ে রয়েছে ৩০ আসনে। অন্যদিকে ক্ষমতায় রাজ্য তথা দেশে ক্ষমতায় থাকা এনডিএ জোট এগিয়ে রয়েছে ১৭ আসনে। একক দল হিসাবে কংগ্রেস এগিয়ে রয়েছে ১১ আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ১১ আসনে। উদ্ধব ঠাকরের শিব সেনাও এগিয়ে রয়েছে ১১ আসনে। শরদ পওয়ারের ন্যাশানাল কংগ্রেস পার্টি এগিয়ে রয়েছে ৮ আসনে। শিব সেনা এগিয়ে রয়েছে ৫ আসনে। এনসিপি এগিয়ে রয়েছে ১ আসনে। এবং একজন নির্দল প্রার্থী এগিয়ে রয়েছে।
তামিলনাড়ুতে জয়ের পথে ‘ইন্ডিয়া’ জোট। তারা এগিয়ে রয়েছে ৩৭ আসনে। AIDMK এগিয়ে রয়েছে ১ আসনে। এবং বিজেপি এগিয় রয়েছে ১ আসনে।
বিহার, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, রাজস্থান, অসম, ওড়িশা, গুজরাট, ঝাড়খন্ড, ছত্তিশগড়ে এখনও নিজেরদের দাপট বজায় রাখতে পেরেছে বিজেপি তথা এনডিএ। তবে একক রাজনৈতিক দল হিসাবে আগের লোকসভা ভোটের তুলনায় বেশ ভাল ফল করেছে কংগ্রেস। আবার দিল্লি, মধ্যপ্রদেশের মত রাজ্যে নিজেদের আসন ১০০ শতাংশ আসন ধরে রেখেছে বিজেপি। অর্থাৎ দিল্লিতে ৭ আসনের সাতেই এবং মধ্যপ্রদেশের ২৯ আসনের মধ্যে ২৯ আসনেই এগিয়ে বিজেপি।
তবে শেষ হাসি হাসবে কে তা বলবে সময়! নজর রাখুন NKTV বাংলার লাইভ নিউজে।