ফের নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা!

0 12

নিউজ ডেস্ক,  ডিসেম্বর ফের নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা! মিধিলির পর্ব মিটতে না মিটতেই হাজির হয়েছে মিগজাউম। বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় মিগজাউম-এর (Michaung) জেরে সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গপোসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম। তার জেরেই তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের এই দুই রাজ্যে রবি এবং সোমবারে এক নাগাড়ে বৃষ্টি হতে পারে বলে আগে থেকেই সতর্ক করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বঙ্গপোসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা শনিবারের মধ্যেই অতি শক্তিশালী হয়ে উঠবে। রবিবার তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং চেন্নাই উপকূলের মধ্যে দিয়ে ৪ ডিসেম্বর মিগজাউম পার করবে বলে আপাতত জানা যাচ্ছে। ফলে অন্ধ্র, তামিলনাড়ুতে ৩ এবং ৪ ডিসেম্বর জুড়ে জারি করা হয়েছে সতর্কতা আবহাওয়া দফতরের তরফে। ইতিমধ্যে এ নিয়ে ট্যুইট করেও জানিয়েছে হাওয়া অফিস।

Leave A Reply

Your email address will not be published.