নিউজ ডেস্ক, ১৯ ডিসেম্বর : ফের করোনা আতঙ্ক! হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বর্ষপূর্তির আনন্দ। তবে বছর শেষে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। ফের মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট। রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। আগামিকাল রাজ্যগুলিকে নিয়ে বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ৬০ বছরের উর্ধ্বে মাস্ক বাধ্যতামূলক করেছে কর্নাটক সরকার।
সম্প্রতি কোভিডে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ পাশাপাশি দেশে জে এন. ১ ভ্যারিয়েন্টে প্রথম আক্রান্তের ঘটনা সামনে এসেছে৷ তার ফলে রাজ্য গুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ নয়া নির্দেশিকায় আরও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে।
তামিলনাড়ুর এক ব্যক্তির দেহে জে এন. ১ সাব-ভ্যারিয়ান্টের হদিশ মিলেছে। যা স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়িয়েছে। কেবল কেরল বা কর্নাটক নয়, গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যাও লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। সক্রিয় রোগীর সংখ্যাও ২ হাজারের কাছাকাছি। আইএমএ-র কোভিড টাস্ক-ফোর্সের চেয়ারম্যান রাজীব জয়াদেবান জানান, আগে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন এবং ভ্যাকসিন নেওয়া রয়েছে, তাঁদের মধ্যেও সংক্রমণ ছড়াতে সক্ষম করোনার নয়া ভ্যারিয়ান্ট JN.1। স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে।
পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে আগাম কোভিড-সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে চিঠি দিয়েছে কেন্দ্র। হাসপাতালগুলিতে করোনা চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কেন্দ্রের চিঠি আসার আগেই ভিড়বহুল স্থানে মাস্ক ব্যবহার, ভিড় এড়িয়ে চলার ব্যাপারে নির্দেশিকা জারি করেছিল কর্নাটক সরকার।