নিউজ ডেস্ক, ৩ ডিসেম্বর : আজ চার রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা। সকাল থেকে শুরু বিধানসভা নির্বাচনের ভোটগণনা। আপাতত ৩ রাজ্যে চলছে মোদী ম্যাজিক। রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তীসগঢ়ে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে শুধু তেলঙ্গানায়। ভোটের ফল প্রকাশের মধ্যেই কংগ্রেসের তরফ থেকে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) বৈঠক ডাকা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর জোটের বৈঠক ডাকা হয়েছে।
পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার দিল্লিতে বৈঠক হবে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এদিন সকালেই ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের ডাক দেন। আগামী ৬ ডিসেম্বর বৈঠক ডাকা হয়েছে।
লোকসভা নির্বাচনকে পাখির নজরে রেখেই ২৮টি বিরোধী দল একজোট হয়েছিল। পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পৌরহিত্ব্যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসেছিল। এরপর বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হয়। সেই বৈঠকে জোটের নাম ঠিক হয়। এর পরের মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া জোটের বিভিন্ন কমিটি গঠন হয়।