‌নয়া নির্দেশ হাই কোর্টের! বাজি পোড়ানোতো নিষেধাজ্ঞা

0 8

নিউজ ডেস্ক, ১১ নভেম্বর : বাজি পোড়ানোতো নিষেধাজ্ঞা দিল হাই কোর্ট। উৎসবের মরশুমে বাজি পোড়ানোর সময়সীমা আরও কমিয়ে দিল হাই কোর্ট। আদালত জানিয়েছে, শুধু ২ ঘণ্টা মুম্বইয়ে বাজি পোড়াতে পারবেন মানুষ। তার বেশি নয়। দিল্লির দূষণের কথা মাথায় রেখেই এই নির্দেশ দিয়েছে বম্বে হাই কোর্ট।

এর আগে আদালত জানিয়েছিল, উৎসব চলাকালীন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ৩ ঘণ্টা মুম্বইয়ে বাজি পোড়ানো যাবে। ৬ নভেম্বরের সেই নির্দেশে পরিবর্তন করা হয়েছে শুক্রবার। বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি জিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তিন ঘণ্টা নয়, ২ ঘণ্টা বাজি পোড়ানো যাবে। সময়সীমা রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত।

দিল্লিতে গত কয়েক দিন ধরে মাত্রাতিরিক্ত দূষণ দেখা গিয়েছে। রাজধানীর বাতাসের গুণগত মান ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে পৌঁছেছে। উৎসবের মরশুমে বাজি পোড়ানো হলে আরও বেশি দূষণের সম্ভাবনা রয়েছে। আদালতের পর্যবেক্ষণ, মুম্বইয়েও কয়েকটি জায়গায় দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাতাসের মান ক্রমে খারাপ হচ্ছে। তাই বাজি পোড়ানোর সময় আরও কমিয়ে দেওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.