২৪-এর সেমিফাইনাল : শেষপর্যন্ত মোদী ম্যাজিক!

0 15

নিউজ ডেস্ক, ৩ ডিসেম্বর : ভোটগণনা প্রায় শেষের পথে। তবে কি পদ্ম শিবির বাজিমাত করবে ২৪-এর সেমিফাইনালে। কার দখলে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও তেলেঙ্গানা। ৩ রাজ্যেই তো গেরুয়া ঝড়ের ইঙ্গিত। শেষপর্যন্ত মোদী ম্যাজিক!

তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার পার কংগ্রেসের। তেলঙ্গানায় ক্ষমতাসীন বিআরএসকে সরিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা কংগ্রেসের। ৬ ঘণ্টা গণনার পর তেলঙ্গানার ১১৯টি আসনের মধ্যে ৬৪টি আসনে এগিয়ে রয়েছে তারা। বিআরএস এগিয়ে ৪১টি আসনে।

এদিকে, মরুরাজ্যে পদ্ম ঝড়। ফের ক্ষমতায় ফিরতে চলেছেন বসুন্ধরা। এগিয়ে গেহলট, পাইলট। সেলিব্রেশন শুরু বিজেপির। সব ঠিক থাকলে ২০২৪-এর লোকসভা ভোটের আগে নতুন সরকার পেতে চলেছে রাজস্থান। বিজেপি সেখানে সরকার গড়তে চলেছে। এখনও পর্যন্ত রাজস্থানে বিজেপি এগিয়ে ১১১টি আসনে। কংগ্রেস এগিয়ে ৭২টি আসনে।

পাশাপাশি, মধ্যপ্রদেশে ডবল ইঞ্জিনের প্রভাব। গেরুয়া ঝড়ে উড়ে গেল কংগ্রেস। সব জল্পনা উড়িয়ে আরও একবার মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরছে বিজেপি। কাজ করেছে মোদী ম্যাজিক। লাডলি বেহেনায় মন মজেছে মহিলাদের। সে কারণেই জয়। দাবি শিবরাজের। জোর লড়াইয়ে কমলনাথ। মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি। এগিয়ে থাকার পরিসংখ্যানে কংগ্রেসের সঙ্গে তাদের প্রায় ১০০টি আসনের ব্যবধান।

ছত্তিশগড়ে জোরদার লড়াই। ম্যাজিক ফিগার পার বিজেপির। রাজ্য দখলের পথে বিজেপি। ছত্তিশগড়ে ব্যবধান বেশ খানিকটা বাড়িয়ে ফেলেছে বিজেপি। প্রথমে সেখানে কংগ্রেস এগিয়ে ছিল। পরে দেখা যায়, বিজেপি এগোতে শুরু করেছে। ছত্তিশগড়ে ৯০টির মধ্যে বিজেপি এগিয়ে আছে ৫৫টি আসনে।

Leave A Reply

Your email address will not be published.