ধর্মঘটের জেরে ৪৪টি উড়ান বাতিল

0 19

নিউজ ডেস্ক, ২৯ সেপ্টেম্বর : তামিলনাড়ুকে কাবেরী নদীর জল দেওয়া নিয়ে উত্তপ্ত কর্নাটক। কাবেরী নদীর জলবণ্টন নিয়ে সর্বাত্মক বনধ চলছে কর্ণাটকে। ১২ ঘণ্টার ধর্মঘটের জেরে বাতিল হয়েছে ৪৪টি উড়ান। আটক ৪০০ প্রতিবাদকারী। স্কুল-কলেজ বন্ধ। বন্ধ বাস-অটো সব যানবাহন। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার ট্রেন, লোকাল ট্রেন। জারি করা হয়েছে ১৪৪ ধারা।

 তামিলনাড়ুকে ১৫ দিনের জন্য ৫০০০ কিউসেক জল ছাড়তে কর্নাটককে নির্দেশ দিয়েছে কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি (সিডব্লিউএমএ)। এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। তার পরেই নতুন করে উত্তেজনা শুরু হয়েছে কর্নাটকে। 

শুক্রবার রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে কন্নড়পন্থী সংগঠনগুলি। এদিন ভোর ৬টা থেকে শুরু হয়েছে বনধ। পথে পথে স্লোগান দিতে দেখা গিয়েছে বনধ সমর্থকদের। বিভিন্ন সংগঠনের ৫০ জনেরও বেশি প্রতিবাদীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৪টি উড়ান বাতিল হওয়াকে কেন্দ্র করে বিতর্ক ঘনিয়েছে। জানা যাচ্ছে, সকাল থেকেই সেখানে হাজির হয়ে আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন। পরে অবশ্য তাঁদের আটক করা হয়। বিমানবন্দর ছাড়াও ক্যাব, অটো চলাচলও ব্যাহত হয়েছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। বন্ধ রয়েছে সমস্ত দোকান, মল, হোটেল, রেস্তরাঁ ও সিনেমা হল। তবে মেট্রো চলছে। খোলা রয়েছে ব্যাঙ্ক, হাসপাতাল ও ওষুধের দোকানগুলো।

Leave A Reply

Your email address will not be published.