লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এই আবহে আসন সমঝোতা নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া ফ্রন্ট। ভার্চুয়ালি বৈঠকে বসছেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। বেলা ১১টায় শুরু হবে এই বৈঠক।
রাজ্যভিত্তিক আসন সমঝোতার বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে। পাশাপাশি জোটের এক জন আহ্বায়ক ঠিক করার প্রসঙ্গও উঠবে আলোচনায়। এ ব্যাপারে যাঁর নাম নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন রয়েছে, তিনি বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার।
তবে ইন্ডিয়া বৈঠকে থাকছে না তৃণমূল? শেষ বেলায় জানানোয় অসন্তোষ দলের অন্দরে। তৃণমূলসূত্রের খবর, দেরিতে জানানো হয়েছে বৈঠকের কথা। তাই ক্ষুব্ধ তৃণমূল নেত্রী। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় ইন্ডিয়া বৈঠকের ভার্চুয়াল আলোচনায় থাকতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
কোন রাজ্যে কী হিসাবে আসন ভাগাভাগি হবে। সেই বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিহারের আসনরফা চূড়ান্ত। বাকি রাজ্যগুলির ক্ষেত্রে কী অবস্থান নেওয়া হবে, তা আলোচনার অন্যতম মূল বিষয়।