একের পর এক সাংসদ সাসপেন্ড

0 26

নিউজ ডেস্ক, ১৮ ডিসেম্বর : সোমবার ফের সংসদ থেকে ৩১ জন সাংসদকে সাসপেন্ড করা হল। ধোঁয়া-বোমা কাণ্ডে আজও উত্তাল সংসদ। নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সাংসদরা। তুমুল চিৎকার শুরু হয় সংসদ কক্ষে। একের পর এক সাংসদকে সাসপেন্ড। স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি, পাশাপাশি সুরক্ষা নিয়ে ও আলোচনা ও সুরক্ষা ইস্যুতেও সরব হয় ইন্ডিয়া জোট। দফায় দফায় মুলতুবি করা হয় অধিবেশন। তার পরেও পরিস্থিতি তপ্ত হওয়ায় অধীর-সহ ৩০ জনের বেশি সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। চলতি মরশুমে শীতকালীন অধিবেশনের যে দিনগুলি বাকি রয়েছে সেখানে আর হাজির হতে পারবেন না এই ৩১ সাংসদ। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন।

সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন বাংলার অনেক তৃণমূল সাংসদও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার। এ ছাড়া এই তালিকায় রয়েছেন ডিএমকের তিন সাংসদ টিআর বালু, এ রাজা এবং দয়ানিধি মারান। আগেই ১৩ সাংসদকে সাসপেন্ড করেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সব মিলিয়ে মোট ৪৭জন কে সাসপেন্ড।

Leave A Reply

Your email address will not be published.