নিউজ ডেস্ক, ১২ অক্টোবর : করমণ্ডল এক্সপ্রেসের পর এবার লাইনচ্যুত হল নর্থ ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেলওয়ে স্টেশনের কাছে।
লাইনচ্যুত হয়েছে নর্থ ইস্ট এক্সপ্রেসের ২১টি কামরা। পূর্ব-মধ্য রেলওয়ের তরফে জানানো হয়েছে একথা। দুর্ঘটনায় এখনও অবধি চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। জানা গেছে, দিল্লির আনন্দ বিহার থেকে অসমের কামাখ্যায় যাচ্ছিল নর্থ ইস্ট এক্সপ্রেসটি। রঘুনাথপুর স্টেশন পার হওয়ার পর, রাত ৯টা ৫৩ মিনিট নাগাদ হঠাৎ দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। রাতের অন্ধকারেই শুরু হয়ে যায় প্রাথমিকভাবে উদ্ধারকাজ। এরপর রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে এসে পৌঁছয় এনডিআরএফের দল। একে একে সমস্ত কামরা থেকে সুরক্ষিতভাবে উদ্ধার করে আনা হয় যাত্রীদের। গুরুতর আহত যাত্রীদের পটনার এইমসে নিয়ে যাওয়া হয়। এদিকে, দুর্ঘটনার জেরে বহু ট্রেনের রুট বদল হয়েছে। পাশাপাশি বাতিল হয়েছে একাধিক ট্রেন।
কী কারণে এই দুর্ঘটনা হল এবং ট্রেনের কামরাগুলি লাইনচ্যুত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে উদ্ধারকাজ এবং পরিষেবা স্বাভাবিক করার উপর জোর দিচ্ছে রেল। যদিও দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়ে যাবে উদ্ধারকাজ চলাকালীনই।
দুর্ঘটনার পরেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রেলের তরফ থেকে-
পাটনার জন্য- 9771449971, দানাপুরের জন্য- 8905697493,
সিওএমএম কন্ট্রোলের জন্য- 7759070004 এবং
আরার জন্য- 8306182542 নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে।