সাংসদ পদ থেকে ইস্তফা ১০ সাংসদের

0 17

নিউজ ডেস্ক, ৬ ডিসেম্বর : লোকসভার সদস্যপদ ছাড়লেন ১০ বিজেপি সাংসদ। বুধবার একসঙ্গে পদত্যাগ করলেন ১০ বিজেপি সাংসদ। আজ, বুধবার লোকসভায় ইস্তফাপত্র দিয়েছেন তাঁরা। ১০ সাংদের মধ্যে রয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে কথা বলেই তাঁরা ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর। এদিন লোকসভার অধ্যক্ষের ঘরে ইস্তফা দিতে যাওয়ার সময় তাঁদের সঙ্গে ছিলেন জে পি নাড্ডা। সেখানেই পদত্যাদপত্র জমা দেন ৯ সাংসদ।

সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন BJP-র নরেন্দ্র সিং তোমার, প্রহ্লাদ সিং প্যাটেল, রাকেশ সিং, উদয় প্রতাপ, রিতি পাঠক, অরুণ সাও, গোমতি সাই, রাজ্যবর্ধন সিং রাঠোর, দিয়া কুমারি, কিরোদিলাল মিনা। এর মধ্যে কিরোরি লাল মীনা রাজ্যসভার সাংসদ। ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে এই সাংসদরা লড়েছেন এবং বিপুল ভোটে জয়ী হয়েছেন। নতুন দায়িত্ব গ্রহণের আগে তাই সাংসদ পদ ছাড়লেন সকলেই।

এক বিজেপি নেতা জানিয়েছেন, রাজস্থান, ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশে যে সব প্রার্থী জয়ী হয়েছেন, তাঁজের মধ্যে রয়েছেন ১২ জন সাংসদ।

এখনও পর্যন্ত রাজস্থানের সাংসদ বাবা বালকনাথ, কেন্দ্রীয় মন্ত্রী রেনুকা সিং পদত্যাগ করেননি। পদত্যাগ করা সাংসদদের মধ্যে নরেন্দ্র সিং তোমার কৃষিমন্ত্রী ও প্রহ্লাদ পটেল জল শক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের মন্ত্রী। গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী ফাগ্গান সিং কুলাস্তেও বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, তবে জিততে পারেননি।

Leave A Reply

Your email address will not be published.