দেড় মাসের শিশুকে লোহার রড গরম দিয়ে ছ্যাঁকা

0 24

নিউজ ডেস্ক, ২২ নভেম্বর : এ কেমন চিকিৎসা! কতটা নির্মম হলে এমন করা যায়। লোহার রড গরম করে ছ্যাঁকা দেড় মাসের শিশুকে। এক-দু’বার নয়, কমপক্ষে ৪০ বার ছ্যাঁকা দেওয়া হল। সারা শরীরে পোড়া পোড়া দাগ। গলায়, পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় দাগ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় দেড় মাসের শিশুকে।

নিউমোনিয়া সারাতেই নাকি লোহার গরম রড দিয়ে চিকিৎসা করার চেষ্টা করছিলেন বুটি বাই বাইগা নামে এক মহিলা। জন্মের পর থেকে টানা সর্দি-কাশিতে ভুগছিল শিশুটি। দেড় মাসের শিশুর নিউমোনিয়া হয়েছে, এমনটাই জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকের কথার থেকে বেশি ভরসা ছিল এক দাইমার উপরে। ওই মহিলা নিউমোনিয়ার চিকিৎসায় শিশুটিকে গরম লোহার রড দিয়ে ৪০ বারেরও বেশি ছ্যাঁকা দেন। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মধ্য় প্রদেশের শাহদোল জেলায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই শিশুটিকে।

জানা গিয়েছে, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যায় তাঁর মা-বাবা। তখনই পোড়া চিহ্ন নিয়ে চিকিৎসকরা জানতে চাইলে, তখন বিষয়টি সামনে আসে।

শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় জেলা হাসপাতাল থেকে নিকটবর্তী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখানে চিকিৎসা শুরু হওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

হাসপাতাল থেকে পুলিশে খবর দেওয়া হলে অভিযুক্ত দাইমা, শিশুটির মা ও ঠাকুর্দার নামে অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় আইন অনুযায়ী শিশুর মা, ঠাকুরদা এবং ওই ধাত্রী মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরাও বিশেষ তদন্ত করছেন এই বিষয়ে।

Leave A Reply

Your email address will not be published.