দুর্গাপুর NIT  প্রাক্তন অধ্যাপকের বাড়ি জবরদখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0 19

প্রাক্তন অধ্যাপকের বাড়ির একাংশ জবরদখলের অভিযোগ। অভিযোগ, তৃণমূল প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। দুর্গাপুর ২৭নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছবি নন্দী। জবরদখলের অভিযোগ করেছেন  দুর্গাপুর NIT প্রাক্তন অধ্যাপকের। অভিযোগ ভিত্তিহীন, বলে দাবি প্রাক্তন কাউন্সিলর ছবি নন্দীর। ‘চক্রান্তের শিকার’, পাল্টা দাবি তাঁর। বেনাচিতি বাজার কমলপুর এলাকার ঘটনা।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর এন. আই. টি র এক প্রাক্তন অধ্যাপকের বাড়ির একাংশ জোর করে না ছাড়ার অভিযোগ। উল্টে ঐ অধ্যাপককে পার্টির প্রভাব খাটিয়ে ফোনে ক্রমাগত হুমকির অভিযোগ, অভিযোগ দুর্গাপুরের প্রাক্তন এক তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। ভিত্তিহীন অভিযোগ দাবি করে তিনি চক্রান্তের শিকার পাল্টা তোপ দুর্গাপুর নগর নিগমের অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ডক্টর ছবি নন্দীর।

সময়টা ছিল ২০২২ সালের মার্চ মাস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর এন. আই. টি র প্রাক্তন অধ্যাপক সত্যনারায়ণ সরকার দুর্গাপুরের বেনাচিতি বাজারের কমলপুর প্লটের তার নিজের বাড়ির একাংশ দুর্গাপুর নগর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ডক্টর ছবি নন্দীকে ক্লিনিক করার জন্য ভাড়া দেন,চুক্তি মাফিক মাসে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার কথা ঠিক হয় ভাড়াটিয়া ও বাড়ির মালিকের। সেই মোতাবেক দুর্গাপুরের প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলার একটি ডেন্টাল ক্লিনিক করেন ঐ বাড়িতে যার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। তাই স্বামী স্ত্রী মিলে যদি অন্য বাড়িতে ভাড়া থাকেন তাহলে খরচা অনেকটা কম। সেই ভেবে  ডক্টর ছবি নন্দীর মতোই নিজের বাড়ির পুরোটাই অন্যান্য ভাড়াটিয়াদের আলাদা আলাদা করে ভাড়া দিয়ে দেন লিখিত চুক্তি করে মাসিক নির্দিষ্ট অংকের মাধ্যমে। ডক্টর ছবি নন্দী মাস সাতেক আগে থেকে ভাড়া দেওয়া বন্ধ করে দেন। এবার সত্যনারায়ণ বাবু দুর্গাপুর নগর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ডক্টর ছবি নন্দীকে অনুরোধ করেন বাড়ির ঐ অংশ হয় ছেড়ে  দিতে নচেৎ ভাড়া বাবদ বকেয়া টাকা দিতে।  আর বিতর্কের শুরুটা এখান থেকেই। দুর্গাপুর এন. আই. টি র প্রাক্তন অধ্যাপক সত্য নারায়ণ সরকারের অভিযোগ, বকেয়া টাকা মেটানো তো দুর অস্ত বাড়ি ছাড়তে অস্বীকার করেন ডক্টর ছবি নন্দী,কিনিকের জন্য ভাড়া নেওয়া প্রতিটা বাড়ি তালা মেরে রাখেন,এরপর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলরের নামে। আর এরপর থেকে পার্টির প্রভাব খাটিয়ে প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলার সত্যনারায়ণ সরকারকে ফোনে ক্রমাগত হুমকি দিতে থাকেন বলে অভিযোগ, বাধ্য হয়ে নিজের বাড়ি ফিরে না পেয়ে এখন ভাড়া বাড়িতেই রয়ে গেছেন সত্যনারায়ণ সরকার ও তার স্ত্রী সুলেখা সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের কাছে এই দম্পতির আর্জি তিনি যেন আরো সদর্থক ভূমিকা নেন বাড়ি ফিরে পেতে, না হলে তো নিজ ভুমে পরবাসী হয়ে পড়ে রয়েছেন তারা, আবার পার্টির প্রভাব দেখিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ক্রমাগত হুমকিতে রাতের ঘুম উড়েছে তাদের।যদিও অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন দুর্গাপুর নগর নিগমের ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ডক্টর ছবি নন্দী,  দিন দুয়েক আগে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের মন্ত্রী সান্ত্রী নেতা আর পুলিশ প্রশাসনের পদস্ত কর্তাদের প্রতি, কোনো অন্যায় হলে তিনি যেই হন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেও হন রেয়াত না করার কড়া বার্তা দিয়েছিলেন, আর সেই কড়া বার্তার পর পরই দুর্গাপুরের এই ঘটনায় খোদ দলেরই এক প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে দিদিগিরির এই অভিযোগ।

Leave A Reply

Your email address will not be published.