দীর্ঘ প্রতীক্ষার অবসান, খুলে গেল বন্ধ আইআইটির গেট

26

ইন্দ্রজিত সাহু-র কলমে

খড়গপুর, ১১ এপ্রিল: শ্যামা সঙ্গীত গেয়ে ও নারকেল ফাটিয়ে বন্ধ থাকা গেট খুলে দিলেন খড়গপুর আইআইটির অধিকর্তা অধ্যাপক অমিত পাত্র। খড়গপুর শহরের প্রেম বাজার এলাকার দিকে বন্ধ থাকা আইআইটির গেট ফের খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য। তবে এখনই এই গেট দিয়ে বাইক কিংবা অন্য যান চলাচল করতে পারবে না। আপাতত শুধু সাইকেল ও পথচারীদের জন্য গেটটি খুলে দেওয়া হয়েছে। এদিন গেটের কাছে একটি কালীমন্দিরের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই গেট খোলার পর্ব হয়।

খড়গপুর আইআইটির অধিকর্তা অধ্যাপক অমিত পাত্র নিজের বক্তব্যে, সবই মায়ের ইচ্ছা বলে উল্লেখ করে খোলা গলায় গেয়ে ওঠেন গান। তারপর গেটের সামনে নারকেল ফাটিয়ে বন্ধ গেট খুলে দেন। উপস্থিত ছিলেন খড়গপুর পুরসভার স্থানীয় ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস সেনগুপ্ত-সহ আইআইটির কয়েকজন অধ্যাপক ও স্থানীয় বাজার কমিটির কর্মকর্তারা। সকলেই দীর্ঘ পাঁচ বছর পর এই গেট খুলে যাওয়ায় আইআইটির বর্তমান অধিকর্তা অধ্যাপক অমিত পাত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খড়গপুর আইআইটি পেনশনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা
অম্বর কান্তি কুমার বলেন, “অনেক লড়াইয়ের পর গেট খুলল। পুরনো ডিরেক্টরের সময় পারিনি।”

স্থানীয় কাউন্সিলর দেবাশিস সেনগুপ্ত বলেন, “আমরা খুশি। দীর্ঘদিন ধরে এই গেট খোলার জন্য লড়তে হয়েছে। এখন সেই গেট খুলে যাওয়ায় সকলের সুবিধা হবে।” আর খড়গপুর আইআইটির অধিকর্তা অধ্যাপক অমিত পাত্র বললেন, “এই গেটটি বন্ধ করতে হয়েছিল কোভিডের কারণে। পরে সকলের ইচ্ছেটা জানতে পেরে আমাদের বোর্ড অফ গভর্নর্স স্বাধীনতা দিয়েছে এই ব্যাপারে। আপাতত পথচারী ও সাইকেল আরোহীদের জন্য খোলা হয়েছে।”

প্রসঙ্গত, করোনার সময় খড়গপুর আইআইটির কর্তৃপক্ষের তরফে সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীকালে প্রধান গেট-সহ ধাপে ধাপে তিনটি গেট খোলা হলেও প্রেম বাজারের দিকের গেটটি আর খোলা হয়নি। তারপর থেকেই অনেক আবেদন-নিবেদন থেকে শুরু করে আন্দোলন হয়। কিন্তু খড়গপুর আইআইটির তৎকালীন অধিকর্তা অধ্যাপক বীরেন্দ্র কুমার তেওয়ারিকে রাজি করানো যায়নি। অভিযোগ, বারবার নিরাপত্তা-সহ আরও কিছু কারণ দেখিয়ে প্রেম বাজারের দিকের গেটটি খুলে দেওয়ার কোনও উদ্যোগ নেননি। ফলে গত পাঁচ বছর পর এই গেট খুলে যাওয়ায় সকলের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Comments are closed.