জমি জটে আজও আটকে আইসিডিএসের ঘর

0 22

জমি জটে আজও তৈরি হয়নি আইসিডিএসের ঘর। গাছের তলায় খোলা আকাশের নীচে চলছে শিশুদের রান্না। অভিযোগ, প্রশাসনকে জানিয়েও মেলে নি সুরাহা। ভোটের পর সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদের।

পুরুলিয়ার দু-নম্বর ব্লকের পীড়রা অঞ্চলের নাড়ুডি গ্রামে শিশুদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতে গত দশ বছর আগে ICDS সেন্টার খোলা হয়েছিল। অভিযোগ, ICDS সেন্টার খোলা হলেও তার নিজস্ব কোনো ঘর তৈরি করতে পারেনি প্রশাসন। প্রথমে স্থানীয় একটি দুর্গা মন্দিরে এই সেন্টার চালানো হলেও পরে তাও বন্ধ করে দেওয়া হয়। বাধ্য হয়ে গাছের নীচে চলছে ICDS কেন্দ্রের রান্না।

গাছের তলায় রান্না করতে নানা সমস্যায় পড়তে হয় ICDS কর্মীদের। গাছের পাতা, পোকা-মাকড় খাবারে পড়ার ভয় তো রয়েইছে, বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় সমস্যা চরমে ওঠে। অচীরেই ICDS কেন্দ্রের নতুন ঘর তৈরি হোক, দাবি বাসিন্দাদের।

ভোটের পর সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সভাপতির।
সবকিছুর পর প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, কবে হবে ICDS সেন্টারের ঘর?

Leave A Reply

Your email address will not be published.