কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্মৃতি ফেরাল সিএসএমটি এক্সপ্রেস। ফের দুর্ঘটনার কবলে দূরপাল্লার ট্রেন। দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইমুখী এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত ১৮টি কামরা। যে ১৮টি কামরা বেলাইন হয়েছে, তার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কামরা।
সূত্রের খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২ জন নিহত, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে রেল। এর জেরে হাওড়া থেকে বাতিল বেশ কিছু দূরপাল্লার ট্রেন।
ঝাড়খণ্ডে রেল দুর্ঘটনার পর রেলের তরফে একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হাওড়া স্টেশনের জন্য ৯৪৩৩৩৫৭৯২০ ও ০৩৩২৬৩৮২২১৭, টাটানগর স্টেশনের জন্য ০৬৫৭২২৯০৩২৪, চক্রধরপুর স্টেশনের জন্য ০৬৫৮৭ ২৩৮০৭২, রৌরকেলা স্টেশনের জন্য ০৬৬১২৫০১০৭২ ও ০৩৩২৬৩৮২২১৭ এবং রাঁচি স্টেশনের জন্য ০৬৫১২৭৮৭১১৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
এদিকে এক্সপ্রেস দুর্ঘটনায় সরব মমতা। কোন ধরনের সরকার চলছে। যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন। উদাসীনতার শেষ কোথায়! এক্সে তোপ মমতার। এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন তিনি। দুর্ঘটনায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “আর কত দিন আমাদের এসব সহ্য করতে হবে? এটাই কী সরকার চালানোর নমুনা?”
কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে রেলের এক পদস্থ কর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে। তবে কেন এই দুর্ঘটনার ঘটেছে, তা এখনও জানা যায়নি। কেন দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল।