HMP ভাইরাস : ছড়িয়ে পড়ছে ক্রমশ! দেশে প্রথম খোঁজ মিলল (HMPV) হিউম্যান মেটানিউমো ভাইরাসের

0 37

HMP ভাইরাস : দেশে প্রথম খোঁজ মিলল হিউম্যান মেটানিউমো ভাইরাসের। HMP ভাইরাসে আক্রান্ত বেঙ্গালুরুর দুই শিশু, আরেকজনের খোঁজ মিলল গুজরাটে। সকালেই ৮ মাসের শিশুটির শরীরে ভাইরাসের হদিশ মেলে। বেলা বাড়তেই জানা যায়, আরও একজন ভাইরাস আক্রান্ত , তাঁর বয়স ৩ মাস। তবে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহমেদাবাদের হাসপালালে ২ মাসের এক শিশুর শরীরে মিলল ও এইচএমপি ভাইরাস। ইতিমধ্যেই চিন ও মালয়েশিয়ায় এইচএমপিভি (HMPV) সংক্রমণের খবর মিলেছে। এই দুই দেশে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। তাই পরিস্থিতির উপর নজর রাখছে স্বাস্থ্যমন্ত্রক। তবে চিনে ভাইরাসের যে রূপটি পাওয়া গিয়েছে, বেঙ্গালুরুতে আক্রান্ত দুই শিশুর শরীরেও ভাইরাসের সেই একই রূপ মিলেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

কীভাবে বুঝবেন (HMPV) এইচএমপি ভাইরাসের সংক্রমণ হয়েছে?

হিউম্যান মেটানিউমো ভাইরাসের উপসর্গ :-
নাক দিয়ে অনবরত জল পড়া
গলায় কফ জমে যাওয়া
অনিয়মিত শ্বাস-প্রশ্বাস
জ্বর, একটানা কাশি

কীভাবে ছড়াতে পারে (HMPV) মেটানিউমো ভাইরাস

আক্রান্তের হাঁচি থেকে ছড়াতে পারে
আক্রান্তের সঙ্গে হাত মেলানো বা তাঁর সংস্পর্শে আসা
আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন, কম্পিউটারের কি বোর্ড ব্যবহার (করা)
আক্রান্ত শিশুর খেলনা থেকেও সুস্থ শিশুদের শরীরে ভাইরাস ছড়াতে পারে

কতটা ভয়ঙ্কর হিউম্যান মেটানিউমো ভাইরাস? কী বলছেন চিকিৎসকরা।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর ,হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্ক রাজ্য। রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে সতর্কবার্তা। সতর্ক করা হয়েছে শিশু হাসপাতালগুলিকেও। ফ্লু সিভিয়র অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন উপর নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশে সংক্রমণের খবর পাওয়ার পরই অ্যাডভাইজারি জারি করেছে কর্নাটক, গুজরাট, দিল্লি ও মহারাষ্ট্র সরকার। জ্বর, শ্বাসকষ্টের মতো উপসর্গ হলে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতিটি হাসপাতালরে আইসোলেশনের ব্যবস্থা তৈরি রাখতে বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.