সন্ধে বেলায় বিয়ের আসর বসবে মায়ানগরীতে। মুম্বইয়ের বান্দ্রায় বলি অভিনেত্রী সোনাক্ষী সিনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁর দীর্ঘ দিনের প্রেমিক অভিনেতা জাহির ইকবালের সঙ্গে। শিল্পা শেট্টির বিলাসবহুল রেস্তোরাঁ বাস্তিয়ানে সন্ধে ৮টায় বসবে বিয়ের আসর।
অবশ্য তাঁর আগে শুক্রবার মেহেন্দি উপলক্ষ্যেই অভিনেত্রীর বাড়িতে জড়ো হয়েছিলেন পাত্র-পাত্রী সকলেই। গত ২১ জুন মেহেন্দি অনুষ্ঠান ছিল শত্রুঘ্ন সিনহার বাড়ি ‘রামায়ণ’-এ। সেই অনুষ্ঠানে পাত্র-পাত্রীর বাড়ির লোকেরা ছাড়াও আমন্ত্রিত ছিলেন তাঁদের বন্ধুবান্ধব এবং আত্মীয় পরিজনরা। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
শুক্রবার মেহেন্দির পর শনিবার নাকি বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল অভিনেতা তথা আসানসোলের সাংসদের বাড়িতে। সোনাক্ষীর বাবা-মা আয়োজন করেন এই বিশেষ পুজোর। বাড়ির পুজোর দিন নীল রঙের সালোয়ার-কামিজে দেখা গিয়েছিল সোনাক্ষীকে। ফটোগ্রাফারদের দেখে একবার হেসে ‘পোজ’ দিয়েই আবার বাড়ির ভিতরে চলে যান ‘দাবাং’-এর নায়িকা। সেই ছবি ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। আর তার পর থেকেই জল্পনা তবে কি হিন্দু মতে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোনাক্ষী-ইকবাল? নাকি ‘নিকাহ’ পড়বেন যুগলে?
কিছুক্ষণ পড়ে অভিনেত্রীর বাড়ি থেকে এক পুরোহিতমশাইকে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি বেরোতেই তাঁকে ঘিরে ধরেন বাইরে অপেক্ষারত ফটোগ্রাফার, সাংবাদিকরা। কোন মতে বিয়ে হচ্ছে? কোন রীতি মানবেন অভিনেত্রী? তবে বাড়ির অন্দরের খবর কিন্তু সামনে ফাঁস করেননি তিনি। ক্যামেরা দেখে পুরোহিতমশাই বলেন, ‘আজ কিছু বলব না। কাল আপনারা জানতে পারবেন।’
শোনা গিয়েছিল অন্য ধর্মের জামাই হওয়ায় নাকি মনক্ষুণ্ণ হয়েছে কন্যার বাবা শত্রুঘ্নর। এমনকি তিনি নাকি বিয়ের অনুষ্ঠানে থাকবেন না বলেও গুঞ্জন ছড়ায়। যদিও সেই সব গুঞ্জনকে মিথ্যে বলে সাফ জানিয়ে দিয়েছেন সোনাক্ষীর বাবা। এই খবরকে ‘অপপ্রচার’ বলে তিনি বলেন, ‘যত সব মিথ্যা খবর! আমি নিজের মেয়ের বিয়েতে থাকব না! যে মেয়ের জন্য এতটা গর্বিত আমি। আমি থাকছি। যাঁরা এই খুশির অনুষ্ঠান নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছেন, তাঁদের শেষ বার বলছি ‘খামোশ’। আমাদের বিষয়ে আপনাদের নাক গলাতে হবে না।’
তবে কোন মতে বিয়ে হবে সোনাক্ষী-জাহিরের? সূত্রের খবর কোন ধর্মীয় মতেই বিয়ে হচ্ছে না যুগলের। বরং তার জায়গায় কেবল আইনি মতেই বিয়ে সারবেন হবু দম্পতি। তার পর সন্ধে বেলায় ‘রিসেপশন’ পার্টি।
প্রসঙ্গত, বিয়ের পরে সোনাক্ষী নাকি নিজের ধর্ম বদলাবেন বলেও শোনা গিয়েছিল একবার। তবে সেই খবর ভুয়ো বলে জানিয়ে দেন জাহিরের বাবা। ইসলাম ধর্ম গ্রহণ করবেন না সোনাক্ষী। সোনাক্ষীর হবু শ্বশুর বলেন, ‘ধর্মান্তরণ হচ্ছে না, এই ব্যাপারে আমরা নিশ্চিত। বিয়ে হল হৃদয়ের মেলবন্ধন। এখানে ধর্মের কোনও ব্যাপার নেই।’