Higher Secondary result out 2024: take a look on Kolkata Merit list প্রথম দশে জায়গা করে নিলেন কলকাতার ৫, এক নজরে দেখে নিন মেধা তালিকা

0 89

উচ্চ মাধ্যমিকের ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করল শিক্ষা সংসদ। গত বারের থেকে বেড়েছে পাশের হার। ভাল ফল করল কলকাতাও। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, পঞ্চম স্থানে কলকাতা। প্রথম দশে স্থান পেয়েছেন ১৫ জেলার ৫৮ জন পরীক্ষার্থী তার মধ্যে সব থেকে বেশি হুগলী জেলার ১৩ জন পরীক্ষার্থী, বাঁকুড়ার জেলার ৯ জন এবং দক্ষিণ ২৪ পরগনার ৭ জন, চতুর্থ স্থানে কলকাতা থেকে রয়েছেন ৫ জন কৃতি। মাধ্য্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকেও টেক্কা ছেলেদের টেক্কা দিয়ে এগিয়ে মেয়েরা। শতাংশের হিসাবে এই বছরে মোট পরীক্ষার্থীর মধ্যে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৬ শতাংশ এবং পুরুষ ছিলেন ৪৪ শতাংশ। যদিও পাশের হারে অবশ্য এগিয়ে ছেলেরা। পুরুষদের মধ্যে পাশের হার ৯২.৩২% এবং মহিলাদের পাশের হার ৮৮.১৮%।
এই বছর ৫৮ জন কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে জায়গা করে নিয়েছে কলকাতার ৫ মেধাবী পরীক্ষার্থীও। কিন্তু তাঁরা কারা? দেখে নিন এক নজরে-
উচ্চ মাধ্যমিকে কলকাতার মধ্যে প্রথম হয়েছেন সৌনক কর। ৪৯২ নম্বর পেয়ে সৌনক রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছেন। কলকাতার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র তিনি।
৪৮৯ নম্বর পেয়ে কলকাতা থেকে দ্বিতীয় হয়েছেন অর্ঘ্যদীপ দত্ত। ঐতিহ্যবাহী হিন্দু স্কুলের ছাত্র অর্ঘ্যদ্বীপ রাজ্যের মধ্যে ৮ নম্বরে রয়েছেন।
কলকাতায় উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছেন পাঠ ভবন স্কুলের ছাত্র উজান চক্রবর্তী। ৪৮৮ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে উজান নবম স্থানে রয়েছেন।
কলকাতায় পঞ্চম স্থানে রয়েছেন যুগ্মভাবে তন্নিষ্ঠা দাস ও শতপর্ণা মিল। তন্নিষ্ঠা কলকাতার যোধপুর পার্কের পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল ছাত্রী। এবং শতপর্ণা টাকি হাউজ় মাল্টিপারপাস গার্লস হাই স্কুল ছাত্রী। ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থানে রয়েছেন দুই কৃতি বঙ্গ তনয়া।

Leave A Reply

Your email address will not be published.