হাসির ঘূর্ণি ফিরছে! শুরু হল ‘হেরা ফেরি ৩’-এর শুটিং
বহু প্রতীক্ষার অবসান। অবশেষে শুরু হয়ে গেল ‘হেরা ফেরি ৩’-এর শুটিং। বলিউডের সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম এই সিরিজে আবারও একসঙ্গে ফিরছেন রাজু, শ্যাম এবং বাবু রাও।
জানা গেছে, বুধবার মুম্বইয়ে প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। অর্থাৎ সেই পুরনো মজাদার ত্রয়ী আবারও একসঙ্গে হাজির হতে চলেছে বড়পর্দায়।
এর আগে পরিচালক প্রিয়দর্শন জানিয়েছিলেন, আগামী বছর ছবির চিত্রনাট্যের কাজ শুরু হবে। কিন্তু ছবির টিম এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছে বলে জানা যাচ্ছে।
হাস্যরসের পাগল করা মুহূর্তগুলো ফের একবার উপভোগ করতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। বড়পর্দায় ফের হাসির তুফান তুলতে চলেছে ‘হেরা ফেরি ৩’।
Comments are closed.