‘কৃষ্ণ জন্মভূমি প্রতিষ্ঠা করতে হবে, তাই মোদীকে ৪০০ আসন দিন’ বাংলায় এসে আবেদন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার
শেষ হয়েছে তিন দফা লোকসভা ভোট। তৃতীয় দফায় ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোট দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। তৃতীয় দফা ভোটের সঙ্গেই অসমে শেষ হয়েছে ভোট পর্ব। অসমে শেষ দফা ভোটে লড়াই ছিল ৪ আসনে। ভোটের শেষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার দাবি অসমের ১৪টি আসনের মধ্যে বিজেপি এবং NDA জোটের ঝুলিতে থাকবে ১২ থেকে ১৩টি আসন। তবে অসমের ভোট শেষ মানেই কিন্তু হিমন্তের ভোট শেষ নয়।
১৩ তারিখ চতুর্থ দফা ভোটের জন্য তৈরী হচ্ছে গোটা দেশ। চতুর্থ দফা বাংলার ৮ আসনে ভোট রয়েছে। তার আগেই রাজ্যে পা রাখলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ‘আপ কি বার চারশো পার’ এই ধ্বনিতেই এই ভোটে প্রচারে নেমেছে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ দেশ জুড়ে ঝড় তুলেছেন এই ডাকে। এবার সেই ৪০০ আসনের আওয়াজ তুলেই বঙ্গে নির্বাচনী প্রচার করে গেলেন হিমন্তবিশ্ব শর্মা। শুক্রবার যখন বীরভূমের রামপুরহাটে বিজেপি প্রার্থীর সমর্থনে রাজ্যে এসেছেন অমিত শাহ, ঠিক তখনই ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ এবং হুগলী লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে বলাগড়ে জোড়া সভা করলেন অসমের মুখ্যমন্ত্রী।
সেখান থেকেই তৃণমূল এবং বিজেপিদের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন হিমন্ত। সভা শেষে বার্তা দিলেন দেশকেও। শুনলেন NKTV বাংলার এগজিকিউটিভ এডিটর রজতশুভ্র মুখোপাধ্যায়।
NKTV বাংলাকে হিমন্ত জানান, ‘ লোকসভা নির্বাচন ২০২৪ চারশো আসনের সীমানা পার করবে NDA। প্রধানমন্ত্রী মোদীর জমানায় ভারত সবচেয়ে বেশি বিকশিত, আর সেই কারণেই দেশের জনতা জনার্ধন নিরঙ্কুশভাবে তাকে এবং তার দলকে ভোট দেবে। আমাদের আরও অনেক কাজ বাকি আছে। আমাদের কৃষ্ণ জন্মভূমি প্রতিষ্ঠা করতে হবে। এটাও দেখতে হবে যাতে রাম জন্মভূমিতে কোনদিন যেন বাবরি মসজিদ আর না হতে পারে। তাই আমরা মানুষের কাছে গিয়ে ৪০০ আসন দেওয়ার আবেদন জানাচ্ছি।’
বিভেদের রাজনীতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে হিমন্ত বলেন, ‘বিরোধীদের কাছে যা ধর্মের বিভাজন আমাদের কাছে তা সভ্যতার লড়াই। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি শুধু মানুষকে লুট করা ছাড়া আর কিছুই করেনি। উত্তরপূর্বে ভাল ফল করবে বিজেপি।’