Mumbai Rain : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই, জলমগ্ন রাস্তা-রেলপথ

0 21

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী। স্তব্ধ জনজীবন। জল থইথই রাস্তাঘাট। গতকাল রাত ১টা থেকে আজ ভোর ৭টা পর্যন্ত টানা ভারি বৃষ্টিতে দুর্ভোগ মুম্বইয়ে। সপ্তাহের প্রথম দিন একাধিক রাস্তায় জল জমে ব্যাপক যানজট। ভোগান্তি পোহাচ্ছেন নিত্য যাত্রীরা। ভারি বৃষ্টিপাতের জেরে ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবাও। বাতিল একাধিক ট্রেন। বৃষ্টির জেরে লোকাল ট্রেন পরিষেবা যেমন বিপর্যস্ত হয়েছে, তেমনই থমকে গিয়েছে বিইএসটি বাস পরিষেবাও। বহু রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। জল থইথই শহরে বিএমসি-র তরফে বহু সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ ছুটি দেওয়া হয়েছে। মুম্বইয়ে আজও ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জরুরি দরকার ছাড়া বাড়ি থেকে বেরোতেও বারণ করা হল মুম্বইবাসীকে।

নিচু এলাকাগুলিতে সড়কপথে হাঁটুর উপরে উঠেছে জমা জল। আন্ধেরি, কুর্ল, বান্দুপ, কিং’স সার্কেল, ভিলে পার্লে এবং দাদর সহ এলাকায় ব্যাপক জল জমেছে। বেশ কিছু জায়গায় জলের তোড়ে গাড়ি ভেসে যেতে দেখা গিয়েছে। বাতিল হয়েছে বহু ট্রেন এবং বাস পরিষেবা। বাতিল ৫১ বিমান। সব মিলিয়ে কয়েক ঘণ্টার বৃষ্টিতে জেরবার মুম্বাই। তবে দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ার খবর দুপুর পর্যন্ত মেলেনি। বাতিল হয়েছে পুণে থেকে মুম্বইগামী কিছু প্যাসেঞ্জার ট্রেন এবং লোকাল ট্রেন।

এর মধ্যেই মৌসম ভবন জানিয়েছে, মুম্বইয়ে আবহাওয়ার পরিস্থিতিতে সোমবার কোনও বদলের আশা নেই। বরং আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সে ক্ষেত্রে আরও বিপর্যস্ত হতে পারে মুম্বইয়ের ট্র্যাফিক এবং রাস্তাঘাটের পরিস্থিতি। মুম্বইবাসীকে সমুদ্রসৈকতে না যেতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শও দেওয়া হয়েছে তাঁদের।

Leave A Reply

Your email address will not be published.