বৈশাখের শুরুতেই চড়ছে পারদ, জারি সতর্কতা
ভোটের মরশুমে চড়ছে আবহাওয়ার পারদ। রাজ্যে ১২ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। খুব প্রয়োজন ছাড়া শিশু- বয়স্কদের বাড়ির বাইরে বের না হতে পরামর্শ চিকিৎসকদের।
প্রবল গরমে ‘পুড়ছে’ বাংলা। বৈশাখের শুরুতেই চড়ছে পারদ। রাজ্যের ১২ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বুধবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহ সহ অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।
বাড়ি কিংবা বাড়ির বাইরে প্যাচেপ্যাচে ঘামে একশা অবস্থা বঙ্গবাসীর। একদিকে অস্বস্তিকর পরিবেশ। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। সূর্যের রক্তচক্ষু যেন গিলতে আসছে। ভোটবঙ্গে এযেন অস্বস্তির নয়া অধ্যায়। উষ্ণ ও অস্বস্তিকর পরিবেশ চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে বলে জানিয়েছে IMD।
১৭ এপ্রিল পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে তাপপ্রবাহ চলবে। এদিকে ১৮ থেকে ২০ এপ্রিল ২ বর্ধমানের কিছু এলাকা ঝাড়গ্রাম, পরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা।
এখনই স্বস্তির খবর দিচ্ছে না আবহাওয়া দফতর।
গত ১৫ এপ্রিল বাংলার পূর্ব বর্ধমানের পানাগড়ে সর্বাধিক তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও শীর্ষেই পানাগড়ের তাপমাত্রা। বাঁকুড়ায় তাপমাত্রা ৪১.২। আসানসোলে ৪০.৮, দমদমে ৩৯.৬ , শ্রীনিকেতনে ৩৯.৪, কলকাতায় ৩৯.৪, দুর্গাপুরে ৩৯, ডায়মন্ডহারবারে ৩৭.৪, দিঘায় ৩৫.৪।
এই অবস্থায় নিজেদের সুস্থ রাখতে একাধিক পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাপমাত্রা বাড়লে হিট স্ট্রোকের প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। শিশুদের বিশেষ যত্ন নিতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসক।
আগামী ১৯ এপ্রিল উত্তরবঙ্গে ভোটের দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।