বাড়ছে ডেঙ্গি আক্রান্তের হার

0 6

নিউজ ডেস্ক, ৩১ অক্টোবর : উৎসবের মরশুমে লাফিয়ে বেড়েছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মহালয়া থেকে দশমী পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় নয় হাজার। পাঁচ বছরের মধ্যে রাজ্যে সর্বোচ্চ আক্রান্তের হার। ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ৪৭৫।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৭৬হাজার ৪৭৫। ২০২২ সালে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত হন ৬৭ হাজার ২৭১ জন। এবছর শুধু মহালয়া থেকে দশমী পর্যন্ত পুজোর ১১ দিনে রাজ‍্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৮হাজার ৯২৯জন। সূত্রের খবর, এবছর সরকারি হাসপাতালে ডেঙ্গি ধরা পড়েছে ৪৮হাজার ৩১১ জনের।  বেসরকারি হাসপাতাল, ল্যাবে রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়েছে ২৮ হাজার ১৬৪ জনের। ২০২১ সালে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন ৮হাজার ২৬৪ জন। ২০২০-তে সংখ্যাটা ছিল ৫হাজার ১৬৬। তবে ২০১৯ ও ২০১৮ সালে রাজ্যের তরফে আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়নি। 

Leave A Reply

Your email address will not be published.