রোহিত শর্মার এমন ১০ রেকর্ড যা তাঁকে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে প্রতিষ্ঠিত করেছে,শুভ জন্মদিনে ভারত অধিনায়ক রোহিতের কেরিয়ার এক নজরে
বর্তমানে ২২গজে ভারতের ভরসার অন্যতম নাম রোহিত শর্মা। তিনি আবার তিন ফর্মাটে ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়কও বটে। তাঁর অধীনে একাধিক ম্যাচে ঐতিহাসিক সাফল্য পেয়েছে ভারতীয় টিম। সচিন-শেওয়াগ জুটির পরে ভারতীয় ওপেনার হিসাবে ব্যাট হাতে এত সাফল্ আর অন্য কোনও খেলোওয়াড়ের আছে কি না সন্দেহ। এ হেন ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভের আজ জন্মদিন। চলুন রোহিতের জন্মদিনে বরং ফিরে দেখা যাক তাঁর কেরিয়ারের অন্যতম সেরা ১০টি রেকর্ডের দিকে।
১। একটি সিরিজে এখনও অবধি সর্বাধিক সেঞ্চুরি করায় তাঁর রেকর্ডকে ভাঙতে পারেননি বিশ্বের কোনও ব্যাটার। ২০১৯ আসলে ৫০ ওভারের খেলায় ৯টি ম্যাচ খেলে তাঁর মোট রান ৬৪৮। এবং সেই সিরিজেই তিনি মোট ৫টি শতরান করেন। যা একটি সিরিজে একক ভাবে করা কোনও ব্যাটার হিসাবে তিনিই একমাত্র। সেই সিরিজে তাঁর সর্বাধিক ইনিংসটি ছিল ১৪০ রানের।
২। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাউন্ডারির মাধ্যমে সর্বাধিক রানের রেকর্ডটিও তাঁর ঝুলিতেও। ২০১৪ সালের ১৩ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭৩ বলে ২৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন রোহিত। যার মধ্যে ৯টি ছয় এবং ৩৩টি চার মারেন তিনি। অর্থাৎ ১৮৬ রান এসেছিল কেবল বাউন্ডারির মাধ্যমে।
৩। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান করার ক্ষেত্রে তিনি দ্বিতীয়। ২৪১ ইনিংসে নিজের ১০ হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় অধিনায়ক। অবশ্য এ ক্ষেত্রে রোহিতের আগের নামটিও একজন ভারতীয়েরই। এই রেকর্ডে প্রথম নামটি বিরাট কোহলির। তিনি তাঁর ১০ হাজার রান করতে নিয়েছেন ২০৫টি ইনিংস। রোহিতের পরের দুটি নাম হল সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলি।
৪। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক টি২০ ম্যাচ খেলার শিরোপা তাঁর মাথায়। ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে রোহিত মোট ১৫১টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলেছেন। তাঁর মোট রান সংখ্যা ৩৯৭৪।
৫। আন্তর্জাতিক ক্রিকেটে ২০ ওভারের খেলায় সর্বাধিক শতরান করার ক্ষেত্রেও ১ নম্বরে রয়েছেন রোহিত। ১৫১টি ইনিংসের মধ্যে তিনি ৫টি শতরান করেছেন। তাঁর সর্বাধিক স্কোর অপরাজিত ১২১।
৬। নিজের ক্রিকেট কেরিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটর তিন ফর্মাট অর্থাৎ টেস্ট, একদিন এবং টি২০ ক্রিকেটে সর্বাধিক ৬মারার রেকর্ডটি তাঁর ঝুলিতেই। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অবধি তিনি ৫৯৭টি ছয় মেরেছেন।
৭। পঞ্চম উইকেটে সর্বাধিক রানের পার্টনাশিপের মুকুটটিও তাঁর মাথায় রয়েছে। এই বছরে ১৭ জানুয়ারি আফগানিস্তানের বিরুদ্ধে রিঙ্কু সিংহের সঙ্গে পঞ্চম উইকেটে ১৯০ রানের জুটি তৈরী করেন রোহিত।
৮। ২০ ওভারের খেলায় দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ছয় মেরেছেন রোহিতই। তিনি ১৫১টি ইনিংসে ১৯০টি ছয় মেরেছেন।
৯। টেস্ট ম্যাচের দুটি ইনিংসেই শতরান করার পালকটিও যুক্ত হয়েছে তাঁর মুকুটে। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৭৬ এবং দ্বিতীয় ইনিংসে ১২৭ রান করেন রোহিত।
১০। ২০১৩ সালে ইডেনে নিজের প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটেই শতরান করার রেকর্ড গড়েন রোহিত। সেই ইনিংসে ১৭৭ রান করেছিলেন রোহিত শর্মা।