নিউজ ডেস্ক, ২৭ ডিসেম্বর : দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফের মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড। উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া ভ্যারিয়েন্ট JN1। রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র। কোভিড পজিটিভ হলেই এবার থেকে সাতদিন আইসোলেশনে থাকার নির্দেশ। জনগণের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কর্নাটক সরকার।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫২৯ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৯৩। যা গত একদিনের থেকে ৭৭ জন কম। গত ২৪ ঘণ্টাতে করোনায় আক্রান্ত তিন রোগীর মৃত্যু হয়েছে। একদিনে সুস্থ হয়ে ফিরেছেন ৬০৩ জন। গত ২৬ ডিসেম্বর পর্যন্ত দেশে কোভিডের নয়া স্ট্রেন JN1-এ আক্রান্ত হয়েছেন মোট ১০৯ জন। উদ্বেগ রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরল নিয়ে। কর্নাটকে কোভিডের JN1 স্ট্রেনে আক্রান্ত হয়েছেন মোট ৩৪ জন। তার মধ্যে কেবলমাত্র বেঙ্গালুরুতেই ২০ জনের শরীরে থাবা বসিয়েছে JN1। গুজরাটে JN1 আক্রান্ত হয়েছেন ৩৬ জন। গোয়াতে করোনার নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ১৪, মহারাষ্ট্রে ৯, কেরালায় ৬, রাজস্থান এবং তামিলনাড়ুতে ৪ এবং তেলঙ্গানায় ২।
রাজ্য গুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ কোভিডের নয়া ভ্যারিয়েন্ট নিয়ে নির্দেশিকাগুলি হল : –
বাইরে বেরোলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
উপসর্গ থাকলে শিশুদের স্কুলে পাঠাতে নিষেধ করা হচ্ছে।
শারীরিক দূরত্ববিধি বজায় রাখতে বলা হচ্ছে।
উপসর্গ থাকলে কোভিড টেস্ট করানোর উপর জোর।
টেস্টে কোভিডের রিপোর্ট পজিটিভ এলে নিয়ম অনুযায়ী সাতদিনের জন্য আইসোলেশনে যাওয়ার নির্দেশ।
প্রবীণদের ক্ষেত্রে বুস্টার ভ্যাকসিন ডোজ নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে।
কোমর্বিড ৩০ হাজার কর্নাটকের বাসিন্দাকে কোর্বেভ্যাক্স টিকা দেবে সিদ্দারামাইয়া সরকার।