আপনি কি ঘিবলি ট্রেন্ডে গা ভাসিয়েছেন? অজান্তেই আপনি কোনও বড় বিপদের সম্মুখীন হচ্ছেন না তো? এর ফলে আপনার ডাটা সুরক্ষিত থাকছে তো?
সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা। ভারতবর্ষেই সবথেকে বেশি ঘিবলী ছবি রূপান্তরিত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে নিজের ছবিকে পরিবর্তন করাটাই আদতে ক্ষতি ডেকে আনছে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে অজান্তেই ব্যক্তিগত ছবি ও তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে, অন্যের হাতে। এই ছবি বা তথ্য ব্যবহার করে যেকোনও মুহূর্তে সাইবার অপরাধের শিকার হতে পারেন নেটিজেনরা।
এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় হয়ে উঠেছে এই ঘিবলি। জাপানের ফিল্মমেকার ও অ্যানিমেটর হায়াও মিয়াজাকির ঘিবলি স্টুডিওর তৈরি অ্যানিমেশনের আদলে যেকোনও ছবিকেই বদলে দিচ্ছে চ্যাটজিপিটি বা গ্রোকের মতো এআই মাধ্যম।
বিশেষজ্ঞরা বলছেন, এই ঘিবলি ইমেজের মেন সার্ভার রয়েছে আমেরিকায়। তবে এই বিপুল পরিমাণ ছবি বা ডেটা কোন সার্ভারে গিয়ে জমা হচ্ছে, তা কেউ জানে না। ফলে অজান্তেই ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে, অন্য কারও হাতে। তাই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
Comments are closed.