‘স্বর বিকৃত করা হয়েছে’ সন্দেশখালির ভিডিয়ো নিয়ে সিবিআইতে অভিযোগ দায়ের গঙ্গাধর কয়ালের  

0 20

সন্দেশখালি ভিডিয়ো কান্ড নিয়ে এবার মুখ খুললেন ভিডিয়োয় দেখা যাওয়া বিজেপির ২ নম্বর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। ভিডিয়োর ব্যাক্তি তিনিই মেনে নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বিজেপি নেতা। তিনি বলেন এই ভিডিয়োয় যে কথা বা কন্ঠ স্বর শোনা গিয়েছে তা ‘বিকৃত’। সাংবাদিক সম্মেলন থেকেও শনিবার একই কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে ই-মেলে সিবিআই ডিরেক্টরের কাছে অভিযোগ দায়ের করেছেন গঙ্গাধর কয়াল।

সিবিআইকে লেখা গঙ্গাধরের একটি চিঠিও প্রকাশ্যে এসেছে। সেই চিঠিতে তিনি দাবি করেছেন, ওই ভিডিয়ো ‘বিকৃত’। ভিডিয়োয় তাঁর ছবি এবং কথার মধ্যে কোনও মিল নেই। ভিডিয়োয় বক্তার মুখও স্পষ্ট নয়। এমন ভাবে ভিডিয়োটি এডিট করা হয়েছে, যাতে তা বোঝা না যায়। ভিডিয়ো থেকে বক্তার ঠোঁটের নড়াচড়াও স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না বলেই দাবি গঙ্গাধরের। ভিডিয়োর শব্দ স্পষ্ট নয়। বোঝানোর জন্য ‘সাবটাইটেল’ ব্যবহার করা হয়েছে।  তাঁর আরও দাবি করেছেন, ‘উইলিয়ামস’ নামে একটি চ্যানেলে আপলোড করা হয়েছে সেই ভিডিয়ো, যে চ্যানেলে অন্য কোনও ভিডিয়ো নেই। ২০২৪ সালের ৩ মে খোলা হয়েছে সেই ইউটিউব চ্যানেল। ইচ্ছাকৃত ‘অসাধু’ উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে বলে অভিযোগ গঙ্গাধরের।

ভিডিয়োটি এডিট করা হয়েছে বলেও দাবি গঙ্গাধরের। ভিডিয়োটির ১৮ মিনিটের মাথায় এক মহিলাকে সেখানে দেখা যায়। তখন ভিডিয়ো সাময়িক ভাবে বন্ধ রাখা হলেও অডিয়ো বন্ধ রাখা হয়নি। ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’-এর মাধ্যমে ওই মহিলার কথাও কাটছাঁট করা হয়েছে বলে দাবি গঙ্গাধরের। তিনি এ-ও দাবি করেছেন, ভিডিয়োতে কণ্ঠস্বর তাঁর নয়।

 প্রসঙ্গত, শনিবার সকালে গোপন ক্যামেরায় তোলা একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। NKTV বাংলা তার সত্যতা যাচাই করেনি।সন্দেশখালি কান্ডে নয়া মোড় নিয়ে সকাল থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরেই উত্তেজনা ছড়িয়েছে রাজ্য জুড়ে। শনিবার সকালে সন্দেশখালির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক ব্যাক্তি চেয়ারের উপর বসে রয়েছেন। তিনি বলছেন সন্দেশখালিতে যে ধর্ষণের অভিযোগ উঠেছে তা আসলে ‘সাজানো’ এবং পূর্ব পরিকল্পিত। সন্দেশখালির এই আন্দোলনের পিছনে আসলে বিজেপির হাত রয়েছে। তিনি বেশ কয়েক বার সেই প্রসঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দুর নাম নেন ভিডিয়োতে। সেই ভিডিয়ো অনুযায়ী ঐ ব্যাক্তিকে সন্দেশখালির ২ নম্বর মণ্ডল সভাপতি বলে চিহ্নিত করা হয়েছে।

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আক্রমণ ঝড় তুলেছে রাজ্যের শাসক দল। সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজকের ভিডিয়ো নির্জলতার সব নজির ভেঙে দিয়েছে। আজকের ভিডিয়ো নির্জলতার সব নজির ভেঙে দিয়েছে। বাংলাকে বদনাম করার চেষ্টা। আমি আগেও বলেছি বিজেপি বাংলা বিরোধী।‘

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি আগেই বলেছিলাম সন্দেশখালির ঘটনা মিথ্যে সাজানো।’ পালটা বিজেপির দাবি, এই ভিডিয়ো মিথ্যে। সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি নেতৃত্ব। অভিযোগ উঠেছিল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র ২০০০টাকা নিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করেছেন। সেই প্রসঙ্গে রেখা পাত্র বলেন ‘ভয় দেখিয়ে এই সব কথা বলানো হয়েছে।’  

Leave A Reply

Your email address will not be published.