দেবারতি ঘোষ-এর কলমে
কলকাতা, ১১ এপ্রিল: বিরল স্নায়ু রোগে [Neurological Disorder] আক্রান্ত রাজার হাটের [R] বাসিন্দা আদৃতী মন্ডল। গত তিন মাস ধরে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ [Institute of Child Health, Calcutta] ভেন্টিলেশনে রয়েছে সে। খবরটা কানে যেতেই সাহায্য়ের হাত বাড়িয়ে দিলেন ফিরহাদ হাকিম [Firhad Hakim]।
আমেরিকার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা একমাত্র এই রোগের ইঞ্জেকশন তৈরি করে। সেই ইনজেকশনের দাম ৮ কোটি টাকা। বিভিন্ন জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। চেতলার মসজিদের ওয়াকফ কমিটির “মতোয়ালি” হিসেবে ওই পরিবারের হাতে দু লক্ষ টাকার চেক তুলে দিলেন মেয়র ফিরহাদ হাকিম [Firhad Hakim]।
ফিরহাদ [Firhad Hakim] জানান একটি বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে এখানে ধর্ম কোন বিষয় নয় মনুষ্যত্বই আসল। তিনি আরো জানালেন ইঞ্জেকশনের দাম কমানোর বিষয়ে আমেরিকার [America] ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে ইমেইলের [email] মাধ্যমে একটি চিঠি দিয়েছেন তিনি।
আদৃতির মা সীমা মন্ডল জানান, মনুষ্যত্বই আসল অনেকেই এগিয়ে আসছেন তবু খামতি রয়ে যাচ্ছে। তার মেয়ের মুখের হাসি এখনো আছে। তা যেন চির জীবন জন্য থাকে তার জন্যই সকলের কাছে সাহায্য চাইছেন তিনি।
Comments are closed.