আইএসএফ-এর ওয়াকফ প্রতিবাদ নিয়ে ফিরহাদ হাকিমের কটাক্ষ

16

কলকাতা, ১৪ এপ্রিল: আজ সোমবার সকালে ভাঙড় থেকে আইএসএফ কর্মী সমর্থকরা বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে মিছিল করেন। মিছিল যাওয়ার কথা রামলীলা ময়দানে। দুটো পথে মিছিল বের হয়। কিন্তু একটা মিছিল পুলিশ মাঝপথে আটকায়। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

ভাঙড়ের এই প্রতিবাদ মিছিল নিয়েই মুখ খোলেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই রাজ্যে লাগু হচ্ছে না নতুন ওয়াকফ আইন, তবে কেন নাটক চলছে, এরফলে রাস্তা ঘাটে সাধারণ মানুষ হেনস্তা হন। যারা পথে নামছেন তারা শুধু নিজেদের জাহির করার জন্য তাদের কত সমর্থক আসছে তা দেখানোর জন্য এই কাজ করছেন।

পাশাপাশি ফিরহাদ হাকিমের ডাক, প্রতিবাদ করতে হলেই সব থেকে ভাল হচ্ছে, সবাই মিলে দিল্লি যাওয়ার ডাক দিন। এই রাজ্যে না করে যেখানে ওয়াকফ বিলটা প্রয়োগ হয়েছে, যে রাজ্যগুলোতে প্রয়োগ হবে, সেখানে প্রতিবাদ করা উচিত বলে মত ফিরহাদের।

প্রসঙ্গত উত্তপ্ত পরিস্থিতির পরও একটা টিম নিয়ে রামলীলা ময়দানের উদ্দেশে রওনা হন বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, মিছিলে যারা অংশ নিয়েছেন, তারা প্রত্যেকেই আইএসএফের কর্মী সমর্থক। আইএসএফ শান্তিপূর্ণভাবে মিছিল করছে, কোনও উত্তেজনামূলক পদক্ষেপ তারা করেনি বলে দাবি নওশাদের।

Comments are closed.