ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বেলগাছিয়া মিল্ক কলোনিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলছে সেন্ট্রাল ডিয়ারির পরিত্যক্ত গোডাউন। চারিদিক অন্ধকারে ঢেকে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম দলকলের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ৬টি দমকলের ইঞ্জিন।
কলকাতার বেলগাছিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। বুধবার দুপুরে বেলগাছিয়ার মিল্ক কলোনির সেন্ট্রাল ডেয়ারিতে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। জানা গিয়েছে, বুধবার বিকেল ২.৪৫ মিনিট নাগাদ আগুন লাগে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। তবে আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে পরে ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়।
দমকল সূত্রে খবর একটি গোডাউনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছ। ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। খোঁজ চালাচ্ছেন দমকলের কর্মীরা।