যশোর রোডের গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন

0 261

দমদম নাগের বাজারের সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে যশোর রোডের গেঞ্জি কারখানা। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন।গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়। দমকল সূত্রে খবর, যে কারখানাটিতে আগুন লেগেছে, সেখানে কোনও কর্মী আটকে নেই। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। দমকলের তরফ থেকে জানানো হয়েছে, ৩টে ৪০ মিনিট থেকে তারা আগুন নেভানোর কাজে হাত দিয়েছে।

দমকলের কাছে খবর আসে, আইসক্রিমের গোডাউনে আগুন লেগেছিল শুরুতে। এর পর আগুন ছড়িয়ে পড়ে গেঞ্জি কারখানায়। গোটা এলাকা ইতিমধ্যে আগুনের গ্রাসে চলে গিয়েছে। দীর্ঘক্ষণ কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে দমকল কর্মীরা বাইরে থেকে ফায়ার অ্যারেস্ট করে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়েরা। যে কারখানাটিতে আগুন লেগেছে, তার পাশে একটি বিয়েবাড়ি, ওষুধ, আসবাবপত্রের গুদাম এবং আরও একটি গেঞ্জির কারখানাও রয়েছে। বেশির ভাগ গুদামেই দাহ্য পদার্থ উপস্থিত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের। সাড়ে ৩ ঘন্টার চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর।

Leave A Reply

Your email address will not be published.