‘জল নেই রাস্তা নেই, আমাদের কাছে ভোট নেই’

0 59

ভোট চাহিয়া লজ্জা দেবেন না। অভিনব পোস্টার পড়ল চাকদহের ইটাপুকুর গ্রামে। পোস্টারটি নজর কারে সবার ।গ্রামের সাধানমানুষে ক্ষোভ অসাধারন ভাবেই সকলের নজর কারে। ভোটের আগে ফুলঝুড়ির মতো ছড়িয়ে পড়ে হরেক প্রতিশ্রুতি। ভোট মিটতেই আর দেখা মেলে না প্রতিশ্রুতি দেওয়া রাজনৈতিক নেতাদের। মেলে না পানীয় জল, রাস্তা, আবাস যোজনার টাকা। তারই প্রতিবাদে এই পোস্টার।

ভোটের বাজারে চৈত্র সেলের ক্যাপশন। দোকান-পসারে লেখা থাকে ধার চাহিয়া লজ্জা দেবেন না। সেই অনুকরণেই এবার পোস্টারে লেখা হল ভোট চাহিয়া লজ্জা দেবেন না। রানাঘাট লোকসভার অন্তর্গত চাকদহ তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইটাপুকুর গ্রামে বাড়ির দেওয়ালে, দোকানের সামনে দেখা গেল অভিনব পোস্টার। পোস্টারে লেখা আছে জল নেই রাস্তা নেই আমাদের কাছে ভোট নেই। ভোট চাহিয়া লজ্জা দেবেন না। গ্রামবাসীদের অভিযোগ, ভোটের আগে তাঁদের নানা প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ভোট মিটতেই সেই নেতারা আর তাঁদের চিনতে পারেন না। কোনও সরকারি সুবিধাই পান না তাঁরা।

জন প্রতিনিধিদের দেখা না পাওয়া, সরকারি সুবিধা না মেলার কারণে ভোট বয়কটের ডাক দেওয়া সাধারণ ব্যাপার। কিন্তু চাকদহের ইটাপুকুর গ্রামে ভোট বয়কটের ডাক নেই। বরং সেখানে ভোট প্রার্থীদেরই ভোট না চাওয়ার অনুরোধ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.