অবশেষে সমাপ্ত লোকসভা নির্বাচন। দেশ জুড়ে সাত দফায় ভোটে পরীক্ষা ছিল বাংলার ৪২ কেন্দ্রে। শেষ দফায় বাংলায় ভোট ছিল ৯ কেন্দ্রে। দেশের ৪০০ আসনের সঙ্গে সঙ্গে রাজ্যে ৩০ আসনের লক্ষমাত্রা বেধে দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই লক্ষ পূরণ করতে মোদী-শাহ থেকে নাড্ডা বারবার ছুটে ছুটে এসেছেন বঙ্গে। সরব হয়েছেন শিক্ষক দুর্নীতি, সন্দেশখালি, সিএএ র মতো একাধিক ইস্যু নিয়ে। পালটা সুর চড়িয়েছে বাংলার শাসক দল তৃণমূল। মোদীর রোড শো ‘পথ’ ধরে পদযাত্রা করেছেন মমতা। যে মাঠে মোদী সভা করেছেন সেই মাঠে দাঁড়িয়েই বিজেপি-সিপিএমকে এক সুরে বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো। ভোটের আগে ‘ইন্ডিয়া’ জোট থেকে বেরিয়ে এসে একা লড়াই করেছেন বাংলায়। যদিও মমতা বলেছেন, ‘তিনি ইন্ডিয়া জোটেই আছেন। এবং সরকার গড়লে তাঁর দল সাপোর্ট করবে।’ অন্যদিকে ঘাস-পদ্ম দুই ফুলকে ‘একই বৃন্তে দুটি কুসুম’ বলে দেদার আক্রমণ শানিয়েছে বাম-কংগ্রেস জোট। তাঁর জন্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের রোষের মুখে পড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
তবে তা কতটা প্রভাব ফেলল ‘জনতা জনার্দনে’র উপরে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা? কে হতে চলেছে লোকসভা আসনের নিরীখে বঙ্গের সম্ভাব্য বৃহৎ দল?
এবিপি-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা (ABP-CVoter exit poll)
এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বঙ্গে প্রশান্ত কিশোরের কথা সত্যি করেই লোকসভার নিরীখে এক নম্বর হতে চলেছে বিজেপি। তাঁদের প্রাপ্ত আসন হতে পারে ২৩-২৭। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের ঝুলিতে আসতে পারে ১৩-১৭টি আসন। এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে ১-৩টি আসন।
রিপাবলিক ভারত-ম্যাট্রিজ বুথ ফেরত সমীক্ষা (Republic-Matrize exit poll)
রিপাবলিক ভারত এবং ম্যাট্রিজ সংস্থার সমীক্ষা অনুযায়ী রাজ্যে সব থেকে বেশি লোকসভা আসন পেতে চলেছে বিজেপি। তাঁদের প্রাপ্ত আসন হতে পারে ২২। তৃণমূল পেতে পারে ২০ টি আসন। কিন্তু ম্যাট্রিজ সংস্থার সমীক্ষা অনুযায়ী এই লোকসভাতে শূন্য হয়ে থাকতে হবে বাম-কংগ্রেস জোটকে।
ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিকস ইন্ডিয়া (India News-D Dynamics India exit poll)
এই সংস্থার সমীক্ষা অনুযায়ী রাজ্যে এগিয়ে রাম শিবির। পেতে পারে ২১ টি আসন। তৃণমূল পেতে পারে ১৯টি আসন। এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে ২টি আসন।
ইন্ডিয়া টিভি-সিএনএক্স বুথ ফেরত সমীক্ষা (India TV-CNX exit poll)
ইন্ডিয়া টিভি-সিএনএক্স সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফল বলছে বাংলার ৪২ আসনের মধ্যে বিজেপি জয় পেতে পারে প্রায় ২২-২৬ আসনে। শাসক দল তৃণমূলের জয় আসতে পারে ১৪-১৮ আসনে। বাম-কংগ্রেস জোট পেতে পারে ১-২ আসন, তবে তাও সেই জয় হবে কংগ্রেসের বলেই দাবি সংস্থার। অর্থাৎ বামেদের ভাঁড়ার এই বারেও শূন্য দাবি ইন্ডিয়া টিভি-সিএনএক্স সংস্থার বুথ ফেরত সমীক্ষার।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা (INDIA TODAY-AXIS MY INDIA exit poll)
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বাংলায় পদ্ম শিবির ৩০ আসনের গন্ডি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা। বিজেপির ঝুলিতে আসতে পারে ২৬-৩১টি আসন। শাসক দল তৃণমূল পেতে পারে ১১-১৪ আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ২টি আসন।
টাইমস নাও-ইটিজি বুথ ফেরত সমীক্ষা (Time’s Now-ETG exit poll)
টাইমস নাও-ইটিজি সংস্থার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ২১টি আসন। তৃণমূলের ঝুলিতে আসতে পারে ২০ আসন এবং বাম-কংগ্রেস জোট পেতে পারে ১টি আসন।