দেখতে দেখতে শেষ সপ্তম দফার ভোট। ১৯ শে এপ্রিল যে ভোট যজ্ঞের শুরু হয়েছিল দেড় মাস পড়ে আজ সপ্তম দফায় ৮ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণের মাধ্যমে শেষ হল সেই ভোট পর্বের। আগামী ৪ জুন ভোটের ফলাফল। কে হবে দেশের ১৫ তম প্রধানমন্ত্রী? আবার কি ক্ষমতায় ফিরবে বিজেপি? নাকি সত্যিই চমক দেখাবে ‘ইন্ডিয়া; জোট? এমন নানা প্রশ্নের উত্তর খুঁজছে দেশবাসী! তবে কী বলছে বুথ ফেরত সমীক্ষা? কোন দল এগিয়ে, পিছিয়ে কে?
এই লোকসভা ভোটে প্রথম থেকেই ‘আপ কি বার চারশো পার’ লক্ষ নিয়ে দিল্লিবাড়ির লড়াইয়ে নেমেছিল বিজেপি তথা NDA জোট। আর দল হিসাবে বিজেপির লক্ষ ছিল ৩৭০ আসন জয়। বিরোধীদের দাবি এই বারে আর ক্ষমতায় আসতে পারবে না NDA জোট। কিন্তু কী বলছে বুথ ফেরত সমীক্ষা! কোন জোট পেতে চলেছে সবচেয়ে বেশি আসন?
একে একে সামনে আসছে বুথ ফেরত সমীক্ষা। ৫৪৩ আসনের মধ্যে কার ঝুলিতে কত? দেখে নিন এক নজরে কে হতে চলেছে সম্ভাব্য সর্ব বৃহৎ দল।
ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিকস ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা (INDIA News-D Dynamics INDIA)
এই সংস্থার বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেশে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে NDA জোট। তাঁদের প্রাপ্ত আসন হতে পারে ৩৭১। বিজেপি বিরোধী I.N.D.I.A. জোট পেতে পারে ১২৫টি আসন। অনান্যরা পেতে পারে ৪৭টি আসন। তবে মোদী-শাহের ৪০০ আসনের স্বপ্ন অধরাই।
রিপাবলিক টিভি-পিএমএআরকিউ বুথ ফেরত সমীক্ষা (Republic Tv’s PMAQR)
রিপাবলিক টিভির বুথ ফেরত সমীক্ষার ফল বলছে দেশে আবারও সব থেকে বেশি আসন পেয়ে সরকার গড়তে চলেছে NDA জোট। তাঁদের ঝুলিতে আসতে পারে ৩৫৯টি আসন। I.N.D.I.A. ১৫৪টি আসন পেতে পারে। বাকিরা পেতে পারে ৩০টি আসন।
রিপাবলিক ভারত– ম্যাট্রিজ সংস্থার বুথ ফেরত সমীক্ষা (Republic Bharat-Matrize)
এই সংস্থার সমীক্ষার ফল বলছে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট পেতে চলেছে ৩৫৩-৩৬৮টি আসন। I.N.D.I.A. জোট পেতে পারে প্রায় ১১৮-১৩৩টি আসন। এবং অনান্য পেতে পারে ৪৩-৪৮টি আসন।
জন কি বাত বুথ ফেরত সমীক্ষা (Jan Ki Bat)
জন কি বাত বুথ সমীক্ষার ফল বলছে এগিয়ে সেই বিজেপি। পেতে পারে ৩৬২-৩৯২টি আসন। অন্যদিকে বিরোধীদের I.N.D.I.A. জোট পেতে পারে ১৬১টি আসন। এবং অন্যান্যরা পেতে পারে ১০-২০টি আসন।
ইন্ডিয়া টিভি-সিএনএক্স বুথ ফেরত সমীক্ষা (India TV-CNX)
ইন্ডিয়া টিভি-সিএনএক্স সংস্থার বুথ সমীক্ষা অনুযায়ী পূরণ হতে চলেছে বিজেপির ‘আপ কি বার চারশো’ পারের লক্ষ। তাঁদের সমীক্ষা অনুযায়ী দেশের ৫৪৩ আসনের মধ্যে ৪০১ আসনে জয় পেতে চলেছে NDA জোট। I.N.D.I.A. জোট পেতে চলেছে ১৩৯ আসন। এবং অনান্যরা পেতে পারে ৩৮ আসন।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা (INDIA TODAY-AXIS MY INDIA)
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দিল্লিবাড়ির মসনদে আবার বসতে চলেছে NDA সরকার। সম্ভাব্য প্রাপ্ত আসন হতে পারে ২১৬-২৪১। I.N.D.I.A. জোট পেতে পারে ১০৬-১৩১ আসন। অনান্যরা পেতে পারে ৬-১৫ আসন।
এবিপি-সি ভোটার বুথ ফেরত সমীক্ষা (ABP-CVoter exit poll)
এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সমগ্র দেশে NDA জোট পেতে চলেছে প্রায় ৩৫৩-৩৮৩ আসন। I.N.D.I.A. জোটের গাড়িকে থামতে হবে ১৫২-১৮২ আসনের মধ্যে। অনান্যরা পেতে চলেছে ৪-১২ আসন।