Exit Poll 2024 Voting Percentage: বঙ্গের ৪২ আসনে কে কত ভোট পেল?

0 62

প্রায় সব সংস্থার বুথ ফেরত সমীক্ষা(Exit Poll) বলছে দেশের মতো বঙ্গের ৪২ আসনেও এগিয়ে বিজেপি। মোটের উপর সেয়ানে সেয়ানে টক্কর হলেও গেরুয়া শিবিরকেই এগিয়ে রাখছে বুথ ফেরত সমীক্ষাগুলি। স্বাভাবিক ভাবেই প্রাপ্ত ভোটের শতাংশের হিসাবে রাজ্যে অনান্য দলগুলির তুলনায় অনেকটাই এগিয়ী রয়েছে পদ্ম ফুল। কোনও সংস্থার দাবি পদ্মের সঙ্গে ঘাসফুলের ভোটে পার্থক্য হতে পারে প্রায় ৬ শতাংশের আবার কাউর দাবি মাত্র ১-২% এগিয়ে একে অপরের থেকে! তবে শেষ উত্তর পেতে অপেক্ষা করতে হবে ৪ জুন অবধি। কিন্তু কী হতে চলেছে বঙ্গ ৪২-ভাগ্য? তারই এক আভাস যেন মিলল বুথ ফেরত সমীক্ষায়। এক নজরে বঙ্গের ৪২ আসনের সম্ভাব্য ভোটের হিসাব।

এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা (ABP-C Voter exit poll)

এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, বাংলার ৪২টি লোকসভার মধ্যে বিজেপির প্রাপ্ত ভোট হতে পারে ৪২.৫ শতাংশ। তৃণমূলের আসন কমার সঙ্গে ভোট শতাংশও কমে হতে পারে ৪১.৫ শতাংশ ভোট। বাম-কংগ্রেসের মিলিত ভোট হতে পারে ১৩.২ শতাংশ।

নিউজ ২৪-চাণক্যের বুথ ফেরত সমীক্ষা (News 24-Chanyakya exit Poll)

নিউজ ২৪-চাণক্যের বুথ ফেরত সমীক্ষায় আভাস, বাংলায় বিজেপি ঝুলিতে আসতে পারে ৪৪ শতাংশ ভোট। তৃণমূলের ভোট ক্ষয়ে দাঁড়াতে পারে ৪১ শতাংশে। আর বাম-কংগ্রেসের মিলিত ভোট হতে পারে ১১ শতাংশ।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া (INDIA TODAY-AXIS MY INDIA)

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায় দাবি বিজেপি পেতে পারে ৪৬ শতাংশ ভোট, ঘাসফুল শিবিরের ঝুলিতে আসতে পারে ৪০ শতাংশ ভোট,  এবং বাম-কংগ্রেসের মিলিত ভোট হতে পারে ১২ শতাংশ। অন্যেরা পেতে পারে ২ শতাংশ ভোট।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যে বিজেপি পেয়েছিল ১৮টি আসন। পদ্মশিবিরের প্রাপ্ত ভোট ছিল ৪০.৬ শতাংশ। শাসকদল তৃণমূল পেয়েছিল ২২টি আসন। প্রাপ্ত ভোট ছিল ৪৩.৭ শতাংশ। কংগ্রেস পেয়েছিল ২টি আসন। বামেরা ছিল শূন্য। যদিও গত ভোটে বাম-কংগ্রেসের জোট ছিল না তবু তাঁদের প্রাপ্ত মোট ভোট মেলালে হয় প্রায় ১৩ শতাংশ।

Leave A Reply

Your email address will not be published.