মমতাকে ‘ক অক্ষর গোমাংস’ বলে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে NKTV বাংলার মুখোমুখি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এসএসসি নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাই কোর্টের রায়ের পরেই ঝাঁঝ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিচার ব্যবস্থা বিজেপির হয়ে গিয়েছে।’ তাঁর সঙ্গেই সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বলেছেন তিনি।
এই বিষয়ে NKTV বাংলার মুখোমুখি হয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কাউর মানুষের মাথা খারাপ না হলে কেউ বলতে পারেন না বিচার ব্যবস্থা বিজেপির হয়ে গিয়েছেন।’
এরপরেই মমতার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। তমলুকের বিজেপি প্রার্থী বলেন, ‘তিনি এই যে কথাটা বলেছেন সম্পূর্ণ মতলব নিয়ে বলেছেন। আসলে ওনার বিদ্যে বুদ্ধি এবং শিক্ষা দীক্ষা খুব কম। উনি আবেগের ভেড়ায় চড়ে ক্ষমতায় এসেছেন। ক অক্ষর গোমাংস বলে সাধারণ একটা লব্জ আছে, উনিও তাই।’
এরপরেই এসএসসি নিয়োগ দুর্নীতিতে ২৫,৭৫৩ চাকরি বাতিলের দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে চাপালেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।