থ্রিলারে একসঙ্গে সোহম-মধুমিতা ও পরীমণি

0 41

প্রথমবারের মতো বাংলা ছবির পর্দায় একসঙ্গে দেখা যাবে সোহম, মধুমিতা ও পরীমণিকে। বাঙালি ছবির জন্য কলকাতায় ফিরলেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। ‘মিডিয়ানেক্সট এন্টারটেনমেন্ট’-এর সহযোগিতায় ‘হিমানি ফিল্মস’ তাদের নতুন ছবি ‘ফেলু বক্সী’র অভিনেতাদের নাম ঘোষণা করল।

থ্রিলার ছবি হিসেবে তৈরি হতে চলেছে ‘ফেলু বক্সী’। এই ছবিতে সোহম চক্রবর্তীকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ফেলু বক্সী একটি নতুন যুগের চরিত্র, যিনি রসিক, প্রযুক্তি-বুদ্ধিমান এবং প্রযুক্তির সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সাথে নিজেকে আপডেট রাখেন। কিন্তু মনের দিক থেকে আদ্যপান্ত একজন বাঙালি যুবক। যার প্রথম পছন্দ খাওয়া দাওয়া এবং ক্রাইম রহস্যের সমাধান করা। তার কাছে ক্রাইমের সমাধান করা যেন রান্নার বই থেকে রেসিপি পড়ার মতো। তিনি তার খাবারকে ততটাই ভালবাসেন যতটা তিনি ক্রাইমের সমাধান করতে ভালবাসেন।

“ফেলু বক্সী” নামটি বাংলা সাহিত্য এবং চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্বদের কথা মনে করিয়ে দেয়। যদিও নির্মাতারা জানিয়েছেন, ছবিটি যতটা সাধারণ দেখতে তার থেকে অনেক গভীরে এই ছবির গল্প। সিনেমায় এক রহস্যময় গল্প। নির্মাতাদের স্পষ্ট উল্লেখ, ‘শুধু নাম দেখে বিচার করবেন না’!

এই ছবিতে মধুমিতাকে “দেবযানীর” চরিত্রে দেখা যাবে।

এদিকে, ছবির গল্পে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পরীমণিকে। তাঁর চরিত্রের নাম ‘লাবণ্য’। তাঁর চরিত্র থাকবে ষড়যন্ত্র এবং জটিলতায় আচ্ছন্ন, দর্শক যথাসময়ে ধীরে ধীরে সেই চরিত্রের রহস্য বুঝতে পারবে।

কাস্টে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দেবেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার।

ডিওপির দায়িত্বে ‘ভিঞ্জি দা’ খ্যাত সুদীপ্ত মজুমদার। সঙ্গীত পরিচালনায় অদিতি বসু ও অম্লান চক্রবর্তী।

২০২৪ সালের ২৭ শে মার্চ কলকাতায় ছবির শুটিং শুরু হবে। চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Leave A Reply

Your email address will not be published.