কাশ্মীরে শুরু গুলির লড়াই, কুলগাম জেলায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি সংঘর্ষ

16

ডিজিটাল ডেস্ক, ২৩ এপ্রিল: জানা যাচ্ছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার তাংমার্গ এলাকায় বুধবার নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছে। পুলিশ সূত্রে সংবাদ সংস্থা JKNS-কে জানানো হয়েছে, সন্দেহজনক গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পর ওই এলাকায় নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির সময় নিরাপত্তাবাহিনীর উপর প্রবল গুলি চালানো হয়, যার ফলে এলাকায় গুলির লড়াই শুরু হয় বলে জানিয়েছেন তাঁরা।

আরও জানা যাচ্ছে যে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং অতিরিক্ত বাহিনীও পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

গতকাল মঙ্গলবার পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ পর্যটক প্রাণ হারান। সেই হামলার দায় স্বীকার করেছে TRF, যা পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার একটি শাখা সংগঠন। এই আবহে বুধবার জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ের সময় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর এক শীর্ষ কমান্ডারকে ঘিরে ফেলা হয়েছে বলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার উরি সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় দুই জঙ্গি। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। বুধবার সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি।

Comments are closed.