রাজ্যে সাত দফায় নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী ৪ জুন। লোকসভার পাশাপাশি, বাংলার দুই বিধানসভা কেন্দ্র ভগবানগোলা ও বরাহনগরেও উপনির্বাচন। ভোট হিংসামুক্ত করতে ডিএম এসপিদের কড়া বার্তা কমিশনের।
হাতে আর একমাস। তারপরেই লোকসভা নির্বাচন। ভোট সন্ত্রাসমুক্ত করতে বদ্ধ পরিকর কমিশন। ভোটের ঘোষণা হতেই লাগু আদর্শ আচরণ বিধি। বাংলায় ৭ দফায় নির্বাচন। ভোটের ফলাফল ৪ জুন। ১৯ এপ্রিল প্রথম দফায় নির্বাচন। লোকসভার পাশাপাশি, বাংলার দুই বিধানসভা কেন্দ্র ভগবানগোলা ও বরানগরে উপনির্বাচন।
১৯ এপ্রিল বাংলার তিন কেন্দ্রে নির্বাচন। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে নির্বাচন
দ্বিতীয় দফায়, আগামী ২৬ এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে নির্বাচন
মালদহ উত্তর মালদহ দক্ষিণ জঙ্গিপুর
মুর্শিদাবাদে তৃতীয় দফায় আগামী ৭ মে নির্বাচন
১৩ মে চতুর্থ দফায় আট কেন্দ্রে ভোটদান
তালিকায়, বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট
বর্ধমান পূর্ব , বর্ধমান-দুর্গাপুর, আসানসোল,বোলপুর, বীরভূম
২০ মে পঞ্চম দফায় ভোট। ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া,শ্রীরামপুর
হুগলি, আরামবাগে নির্বাচন
ষষ্ঠ দফায় আট কেন্দ্রে তমলুক, কাঁথি, মেদিনীপুর,
ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া
বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোট
সপ্তম দফায় ৯ কেন্দ্রে ভোটদান
ভোট দানের তারিখ ১ জুন। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর
মথুরাপুর, ডায়মন্ড হারবার,যাদবপুর
কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তরে ওই দিন ভোট।
আগেও বার্তা দিয়েছিলেন। নির্বাচন নিরপেক্ষ করতে হবে। ভোটের নির্ঘণ্ট প্রকাশে ফের রাজ্যের ডিএম এসপিদের কড়া বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। গণতন্ত্রের উৎসবে হিংসা-রক্তপাত বরদাস্ত নয়।
নির্বাচনের চার চ্যালেঞ্জ। মাসল, মানি, মিস ইনফরমেশন, MCC ভায়োলেশন। নির্বাচনে পেশি শক্তির আস্ফালন নয়। টাকার লেনদেনে নজর। ভোটারদের উপহারের টোপ নয়। ভুয়ো খবর রুখতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি।
ইতিমধ্যেই রাজ্যগুলির এনফোর্সমেন্ট এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করেছে কমিশন। আগামী দিনে আরও বৈঠকের সম্ভাবনা। ঘোষণা কমিশনের।
বাংলায় নির্বাচনে বারবার হিংসার অভিযোগ তুলেছে বিরোধীরা। নির্বাচন হিংসা মুক্ত করতে আগেই রাজ্য প্রশাসনের বৈঠক করেছে কমিশনের ফুলবেঞ্চ। হিংসার ঘটনা ঘটলে রাজ্যকেই দায় নিতে হবে, আগেই জানিয়েছিল কমিশন। নির্ঘণ্ট প্রকাশেও সেই একই বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের।
ভোট সন্ত্রাসমুক্ত করতে ডিএম এসপিদের বার্তা